কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ, নিহত ৪
আফগানিস্তানের রাজধানী কাবুলে জুমার নামাজের পর এক মসজিদের কাছে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবার পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। খবর এপির।
তোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে- ওয়াজির মোহাম্মদ আকবর খান মসজিদের কাছে এ বিস্ফোরণ ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকুর জানিয়েছেন, মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হয়ে আসছিলেন তখন এ বিস্ফোরণ ঘটে। হতাহতদের সবাই বেসামরিক লোক বলে জানান তিনি।
ঘটনাস্থলে দেশটির নিরাপত্তা বাহিনী পৌঁছেছে এবং অঞ্চলটি ঘিরে রেখেছে। প্রতক্ষ্যদর্শীরা তোলো নিউজকে বলেন, ম্যাগনেটিক বোমা দিয়ে এ বিস্ফোরণ হয়েছে। ইমার্জেন্সি এনজিও টুইটে বলেছে, আজকের বিস্ফোরণে এখন পর্যন্ত ১৪ জন হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যে চারজন নিহত হয়েছেন। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ, নিহত ৪
অনলাইন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ২০:১২:০৭ | অনলাইন সংস্করণ
আফগানিস্তানের রাজধানী কাবুলে জুমার নামাজের পর এক মসজিদের কাছে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবার পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। খবর এপির।
তোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে- ওয়াজির মোহাম্মদ আকবর খান মসজিদের কাছে এ বিস্ফোরণ ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকুর জানিয়েছেন, মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হয়ে আসছিলেন তখন এ বিস্ফোরণ ঘটে। হতাহতদের সবাই বেসামরিক লোক বলে জানান তিনি।
ঘটনাস্থলে দেশটির নিরাপত্তা বাহিনী পৌঁছেছে এবং অঞ্চলটি ঘিরে রেখেছে। প্রতক্ষ্যদর্শীরা তোলো নিউজকে বলেন, ম্যাগনেটিক বোমা দিয়ে এ বিস্ফোরণ হয়েছে। ইমার্জেন্সি এনজিও টুইটে বলেছে, আজকের বিস্ফোরণে এখন পর্যন্ত ১৪ জন হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যে চারজন নিহত হয়েছেন। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023