লাভরভের উপস্থিতিতে বৈঠক করলেন ভারত-চীনের পররাষ্ট্রমন্ত্রী

 যুগান্তর ডেস্ক 
২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:০৯ পিএম  |  অনলাইন সংস্করণ

রাশিয়ার প্রেসিডেন্ট সের্গেই লাভরভের উপস্থিতিতে নিউইয়র্কে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসের মন্ত্রী পর্যায়ের বৈঠকে তারা মুখোমুখি হন। 

বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও উপস্থিত ছিলেন। বৈঠকে তারা রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক, আর্থিক এবং টেকসই উন্নয়ন ক্ষেত্রে জাতিসংঘের এজেন্ডায় প্রধান বৈশ্বিক এবং আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করেন। একইসঙ্গে আন্তঃ ব্রিকস কার্যক্রমের উপর আলোচনা হয়। 

মন্ত্রীরা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে তাদের উদ্যোগের জন্য পারস্পরিক সমর্থনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন। বৈঠকে তারা জাতিসংঘে তাদের স্থায়ী মিশনের মধ্যে নিয়মিত যোগাযোগসহ পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে ব্রিকস সদস্যদের অব্যাহত সহযোগিতার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন