মহাসাগরে জন্ম নিল ‘শিশু’ দ্বীপ
প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত দ্বীপরাষ্ট্র টোঙ্গা স্বাগত জানিয়েছে একটি নতুন শিশুকে। সেই নতুন শিশু হলো একটি ‘শিশু’ দ্বীপ যা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে।
নতুন শিশু দ্বীপটি দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়েছে। ওই অঞ্চলে পানির নিচে রয়েছে অনেক আগ্নেয়গিরি। এই নিমজ্জিত আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি থেকে গত ১০ অগ্নুৎপাত শুরু হয় বলে নাসা আর্থ অবজারভেটরি এক বিবৃতিতে জানিয়েছে।
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হওয়ার মাত্র ১১ ঘণ্টা পর একটি নতুন দ্বীপ ভূপৃষ্ঠের উপরে ভেসে ওঠে বলে জানিয়েছে নাসা। স্যাটেলাইট দিয়ে সদ্য জন্ম দেওয়া দ্বীপেরও ছবি ধারণ তারা।
নাসা জানায়, নতুন দ্বীপটি আকারে দ্রুত বৃদ্ধি পেয়েছে। টোঙ্গা ভূতাত্ত্বিক সার্ভিসের গবেষকরা অনুমান করেছিলেন ১৪ সেপ্টেম্বর দ্বীপটির আয়তন ছিল মাত্র চার হাজার বর্গ মিটার বা প্রায় এক একর। কিন্তু ২০ সেপ্টেম্বরের মধ্যে, দ্বীপটি ২৪ হাজার বর্গ মিটার বা প্রায় ৬ একর আয়তনে বেড়েছে।
মহাসাগরে জন্ম নিল ‘শিশু’ দ্বীপ
যুগান্তর ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৩:৪৩ | অনলাইন সংস্করণ
প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত দ্বীপরাষ্ট্র টোঙ্গা স্বাগত জানিয়েছে একটি নতুন শিশুকে। সেই নতুন শিশু হলো একটি ‘শিশু’ দ্বীপ যা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে।
নতুন শিশু দ্বীপটি দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়েছে। ওই অঞ্চলে পানির নিচে রয়েছে অনেক আগ্নেয়গিরি। এই নিমজ্জিত আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি থেকে গত ১০ অগ্নুৎপাত শুরু হয় বলে নাসা আর্থ অবজারভেটরি এক বিবৃতিতে জানিয়েছে।
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হওয়ার মাত্র ১১ ঘণ্টা পর একটি নতুন দ্বীপ ভূপৃষ্ঠের উপরে ভেসে ওঠে বলে জানিয়েছে নাসা। স্যাটেলাইট দিয়ে সদ্য জন্ম দেওয়া দ্বীপেরও ছবি ধারণ তারা।
নাসা জানায়, নতুন দ্বীপটি আকারে দ্রুত বৃদ্ধি পেয়েছে। টোঙ্গা ভূতাত্ত্বিক সার্ভিসের গবেষকরা অনুমান করেছিলেন ১৪ সেপ্টেম্বর দ্বীপটির আয়তন ছিল মাত্র চার হাজার বর্গ মিটার বা প্রায় এক একর। কিন্তু ২০ সেপ্টেম্বরের মধ্যে, দ্বীপটি ২৪ হাজার বর্গ মিটার বা প্রায় ৬ একর আয়তনে বেড়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023