ইরানে বিক্ষোভে ভাইরাল হওয়া তরুণী গুলিতে নিহত
গত সপ্তাহে ইরানে ‘নৈতিকতা পুলিশ’ বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া হাদিস নাজাফি নামে ২৩ বছর বয়সী এক তরুণীর একটি ভিডিও ভাইরাল হয়।
ভিডিওটিতে দেখা যায় বিক্ষোভে অংশ নেওয়ার আগে নিজের চুল বেঁধে নিচ্ছেন তিনি।
বিক্ষোভে ভাইরাল হওয়া হাদিস নাজাফি এই বিক্ষোভেই প্রাণ হারিয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন হাদিস নাজাফি।
ইরানের সাংবাদিক ফারজাদ সেইফিকারান জানিয়েছেন, হাদিস নাজাফির গলা ও মুখে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।
নুফদি নামে একটি সংঘটন টুইটে ভিডিওটি পোস্ট করে বলেছে, এটি ছিল হাদিস নাজাফি যে খালি হাতে ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল। খামেনির সদস্যরা তার হৃদপিন্ডে ছয়টি গুলি করেছে এবং তাকে হত্যা করেছে। ইরান তার সবচেয়ে সাহসী তরুণ/তরুণীদের মুছে ফেলার চেষ্টা করছে। চুপ থেকে তাদের জয়ী হতে দেবেন না।
হাদিস নাজাফির জানাযায় ভিডিওটি দেখায় তার পরিবারের সদস্যরা।
এদিকে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনি নৈতিকতা পুলিশের হেফাজতে মারা গেলে ইরানে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পরে। ১০ দিন ধরে চলা বিক্ষোভে এখন পর্যন্ত ৪১ জন নিহত হয়েছেন।
সূত্র: আল আরাবিয়া
This was Hadis Najafi preparing to fight the Islamic Republic, empty handed.
— NUFDI (@NUFDIran) September 25, 2022
Khamenei's men fired six bullets into her heart and killed her.
The regime in #Iran is trying to eliminate the country's bravest youth. Don't let them do it with your silence.#حدیث_نجفی #مهسا__امینی pic.twitter.com/4xSXfyTQhA
ইরানে বিক্ষোভে ভাইরাল হওয়া তরুণী গুলিতে নিহত
অনলাইন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৭:৩৭ | অনলাইন সংস্করণ
গত সপ্তাহে ইরানে ‘নৈতিকতা পুলিশ’ বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া হাদিস নাজাফি নামে ২৩ বছর বয়সী এক তরুণীর একটি ভিডিও ভাইরাল হয়।
ভিডিওটিতে দেখা যায় বিক্ষোভে অংশ নেওয়ার আগে নিজের চুল বেঁধে নিচ্ছেন তিনি।
বিক্ষোভে ভাইরাল হওয়া হাদিস নাজাফি এই বিক্ষোভেই প্রাণ হারিয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন হাদিস নাজাফি।
ইরানের সাংবাদিক ফারজাদ সেইফিকারান জানিয়েছেন, হাদিস নাজাফির গলা ও মুখে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।
নুফদি নামে একটি সংঘটন টুইটে ভিডিওটি পোস্ট করে বলেছে, এটি ছিল হাদিস নাজাফি যে খালি হাতে ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল। খামেনির সদস্যরা তার হৃদপিন্ডে ছয়টি গুলি করেছে এবং তাকে হত্যা করেছে। ইরান তার সবচেয়ে সাহসী তরুণ/তরুণীদের মুছে ফেলার চেষ্টা করছে। চুপ থেকে তাদের জয়ী হতে দেবেন না।
হাদিস নাজাফির জানাযায় ভিডিওটি দেখায় তার পরিবারের সদস্যরা।
এদিকে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনি নৈতিকতা পুলিশের হেফাজতে মারা গেলে ইরানে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পরে। ১০ দিন ধরে চলা বিক্ষোভে এখন পর্যন্ত ৪১ জন নিহত হয়েছেন।
সূত্র: আল আরাবিয়া
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023