ইসরাইলিদের হামলায় এ বছর ১০০ ফিলিস্তিনির মৃত্যু
অনলাইন ডেস্ক
০২ অক্টোবর ২০২২, ০৫:১৬ এএম | অনলাইন সংস্করণ
ইসরাইলি সেনাবাহিনী ও উগ্রপন্থি বেসামরিক ইসরাইলিদের হামলায় এ বছর দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে ১০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন৷
গণমাধ্যম বিবিসি তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার এমন তথ্য জানিয়েছে।
২০২২ সালের প্রথম ১০ মাসেই ১০০ জনেরও বেশি প্রাণ হারানোর মাধ্যমে, ২০১৫ সালের পর ইসরাইলি দখলদারদের হামলায় ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটল।
গত সপ্তাহে জেনিনে একটি বাড়িতে ট্যাংক বিধ্বংসী মিসাইল হামলা চালায় দখলদার ইসরাইলি সেনারা৷ এতে চারজন নিহত হন৷ যা এ বছরে জেরুজালেমে একদিনে সবচেয়ে বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা।
এদিকে এ বছর ফিলিস্তিনিদের ওপর ইসরাইল হামলা চালানো বাড়িয়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো৷ কিন্তু তা স্বত্ত্বেও নিজেদের ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে ইসরাইল৷
সূত্র: বিবিসি
ইসরাইলিদের হামলায় এ বছর ১০০ ফিলিস্তিনির মৃত্যু
অনলাইন ডেস্ক
০২ অক্টোবর ২০২২, ০৫:১৬:১০ | অনলাইন সংস্করণ
ইসরাইলি সেনাবাহিনী ও উগ্রপন্থি বেসামরিক ইসরাইলিদের হামলায় এ বছর দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে ১০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন৷
গণমাধ্যম বিবিসি তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার এমন তথ্য জানিয়েছে।
২০২২ সালের প্রথম ১০ মাসেই ১০০ জনেরও বেশি প্রাণ হারানোর মাধ্যমে, ২০১৫ সালের পর ইসরাইলি দখলদারদের হামলায় ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটল।
গত সপ্তাহে জেনিনে একটি বাড়িতে ট্যাংক বিধ্বংসী মিসাইল হামলা চালায় দখলদার ইসরাইলি সেনারা৷ এতে চারজন নিহত হন৷ যা এ বছরে জেরুজালেমে একদিনে সবচেয়ে বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা।
এদিকে এ বছর ফিলিস্তিনিদের ওপর ইসরাইল হামলা চালানো বাড়িয়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো৷ কিন্তু তা স্বত্ত্বেও নিজেদের ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে ইসরাইল৷
সূত্র: বিবিসি
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023