জেলেনস্কির ডিক্রি জারি

 অনলাইন ডেস্ক 
০৪ অক্টোবর ২০২২, ০৪:৩২ পিএম  |  অনলাইন সংস্করণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি মঙ্গলবার একটি ডিক্রি জারি করেছেন। সেই ডিক্রিতে বলা হয়েছে, যুদ্ধে বন্ধে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ‘ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবেন না তিনি ও তার দেশ’।

পুতিনের সঙ্গে আলোচনা অসম্ভব বলে উল্লেখ করা হয়েছে ডিক্রিতে। 

পুতিনের পর রাশিয়ায় যখন অন্য কোনো প্রেসিডেন্ট আসবেন তখন তার সঙ্গে আলোচনা করবে ইউক্রেন। 

গত শুক্রবার ইউক্রেনের চারটি অঞ্চল অন্তর্ভুক্তি করে ডিক্রি জারি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই জেলেনস্কি জানিয়েছিলেন, তিনি পুতিনের সঙ্গে কোনো আলোচনা করবে না।

এবার নিজের সিদ্ধান্তের বিষয়টি ডিক্রি জারি করে জানালেন তিনি। 

শুক্রবার জেলেনস্কি বলেছিলেন, আলোচনার ক্ষেত্রে ইউক্রেন এগিয়ে ছিল এখনো আছে। আমাদের রাষ্ট্রই যেটি সবসময় রাশিয়াকে সহযোগিতামূলক, সমান, বিশ্বাসী, সুন্দর এবং ন্যায্য একটি চুক্তিতে পৌঁছাতে আহ্বান জানিয়েছে। 
কিন্তু এটি নিশ্চিত রাশিয়ার এই প্রেসিডেন্টের (পুতিনের) সঙ্গে এমন চুক্তি সম্ভব নয়। সে জানে না বিশ্বাস ও সম্মান কি। 
আর তাই আমরা রাশিয়ার সঙ্গে আলোচনা করতে রাজি আছি ঠিকই, কিন্তু রাশিয়ার অন্য আরেক প্রেসিডেন্টের সঙ্গে।

সূত্র: আল জাজিরা

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : রাশিয়া-ইউক্রেন উত্তেজনা