অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হলো চীনের সাবেক প্রেসিডেন্টকে!
অনলাইন ডেস্ক
২২ অক্টোবর ২০২২, ১৭:৫০:৪৭ | অনলাইন সংস্করণ
চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সমাপনী অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে।
দুর্বল চেহারার ৭৯ বছর বয়সি হু জিনতাও প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পাশে বসেছিলেন। কর্মকর্তারা তাকে শি'র কাছে থেকে সরিয়ে নিয়ে যান। তবে এ ব্যাপারে কোনো কথা বলেননি তিনি।
সপ্তাহব্যাপী কংগ্রেসের এ অনুষ্ঠানে শি জিন পিংকে তৃতীয় মেয়াদে কংগ্রেসের সভাপতি হিসেবে নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, প্রতি পাঁচ বছর অন্তর চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠান মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে শি জিং পিংয়ের অবস্থানকে দৃঢ় করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হলো চীনের সাবেক প্রেসিডেন্টকে!
চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সমাপনী অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে।
দুর্বল চেহারার ৭৯ বছর বয়সি হু জিনতাও প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পাশে বসেছিলেন। কর্মকর্তারা তাকে শি'র কাছে থেকে সরিয়ে নিয়ে যান। তবে এ ব্যাপারে কোনো কথা বলেননি তিনি।
সপ্তাহব্যাপী কংগ্রেসের এ অনুষ্ঠানে শি জিন পিংকে তৃতীয় মেয়াদে কংগ্রেসের সভাপতি হিসেবে নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, প্রতি পাঁচ বছর অন্তর চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠান মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে শি জিং পিংয়ের অবস্থানকে দৃঢ় করেছে।