ব্যবসায় মন্দা, অক্টোবরে চীনের অর্থনীতিতে ধীরগতি
অনলাইন ডেস্ক
৩০ অক্টোবর ২০২২, ০৪:০৬:২০ | অনলাইন সংস্করণ
গাড়ি ও আবাসিক ব্যবসায় মন্দা দেখা দেওয়ার অক্টোবরে চীনের অর্থনীতিতে ধীরগতি দেখা গেছে। তাছাড়া ছোট ও আন্তর্জাতিক ব্যবসার পরিধি কমে যাওয়ায়ও এমনটি হয়েছে। এতে বোঝা যাচ্ছে সেপ্টেম্বরে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল তা অন্ধকারাচ্ছন্ন অর্থনীতির জন্য পর্যাপ্ত ছিল না৷
এ মাসের ব্লুমবার্গের সূচকের আটটি ইন্ডিকেটরের ওপর ভিত্তি করে এ তথ্য পাওয়া গেছে। সবমিলিয়ে রিডিং ছিল ৪। তিন মাস উন্নতি হওয়ার পর মোমান্টামে ছন্দপতন ঘটেছে এটি তারই ইঙ্গিত বহন করছে৷
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ব্যবসায় মন্দা, অক্টোবরে চীনের অর্থনীতিতে ধীরগতি
গাড়ি ও আবাসিক ব্যবসায় মন্দা দেখা দেওয়ার অক্টোবরে চীনের অর্থনীতিতে ধীরগতি দেখা গেছে। তাছাড়া ছোট ও আন্তর্জাতিক ব্যবসার পরিধি কমে যাওয়ায়ও এমনটি হয়েছে। এতে বোঝা যাচ্ছে সেপ্টেম্বরে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল তা অন্ধকারাচ্ছন্ন অর্থনীতির জন্য পর্যাপ্ত ছিল না৷
এ মাসের ব্লুমবার্গের সূচকের আটটি ইন্ডিকেটরের ওপর ভিত্তি করে এ তথ্য পাওয়া গেছে। সবমিলিয়ে রিডিং ছিল ৪। তিন মাস উন্নতি হওয়ার পর মোমান্টামে ছন্দপতন ঘটেছে এটি তারই ইঙ্গিত বহন করছে৷