২০২৭ সালের মধ্যে লক্ষ্য অর্জনে সেনাবাহিনীকে নজর দিতে বললেন জিনপিং
অনলাইন ডেস্ক
৩১ অক্টোবর ২০২২, ২১:৪৪:০৯ | অনলাইন সংস্করণ
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে তাদের শক্তি বৃদ্ধি করার দিকে ও ২০২৭ সালের মধ্যে কাঙ্খিত লক্ষ্য অর্জনের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি শেষ হওয়া চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসের মাধ্যমে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। নতুন মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
চীনের একটি মিডিয়া পোর্টালের বরাতে মালয়েশিয়া দ্য স্টার বলেছে, এই সাক্ষাতে সেনাবাহিনীকে নিজেদের শক্তি বৃদ্ধি ও ২০২৭ সালের মধ্যে লক্ষ্য অর্জন করার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন শি জিনপিং। লক্ষ্য অর্জনে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন তিনি।
তাছাড়া চীনের সেনাবাহিনীকে বিশ্বের মধ্যে একটি আধুনিক সেনাবাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতেও সেনা কর্মকর্তা ও সৈনিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: দ্য স্টারস ম্যান
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
২০২৭ সালের মধ্যে লক্ষ্য অর্জনে সেনাবাহিনীকে নজর দিতে বললেন জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে তাদের শক্তি বৃদ্ধি করার দিকে ও ২০২৭ সালের মধ্যে কাঙ্খিত লক্ষ্য অর্জনের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি শেষ হওয়া চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসের মাধ্যমে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। নতুন মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
চীনের একটি মিডিয়া পোর্টালের বরাতে মালয়েশিয়া দ্য স্টার বলেছে, এই সাক্ষাতে সেনাবাহিনীকে নিজেদের শক্তি বৃদ্ধি ও ২০২৭ সালের মধ্যে লক্ষ্য অর্জন করার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন শি জিনপিং। লক্ষ্য অর্জনে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন তিনি।
তাছাড়া চীনের সেনাবাহিনীকে বিশ্বের মধ্যে একটি আধুনিক সেনাবাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতেও সেনা কর্মকর্তা ও সৈনিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: দ্য স্টারস ম্যান