নীল নদে বাস পড়ে ৩ শিশুসহ ২১ জন নিহত
মিসরে নিয়ন্ত্রণ হারিয়ে নীল নদে বাস পড়ে তিন শিশুসহ ২১ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ডা. শেরিফ মাকিন এ তথ্য নিশ্চিত করেন।
রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার দূরে ডাকাহলিয়া প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটেছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। খবর ইজিপ্ট টিভির।
পুলিশ জানিয়েছে, সম্ভবত স্ট্রিয়ারিং হুইলের ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায় বাসটি। তার পর সোজা গিয়ে পড়ে নীল নদে।
তবে এ এলাকায় দুর্ঘটনার খবর নতুন নয়। গত জুলাইয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে গিয়ে ধাক্কা মারে একটি বাস। তাতে ২৩ জনের মৃত্যু হয়, আহত হন ৩০ জন।
অক্টোবরে মিনিবাসে ধাক্কা মারে একটি ট্রাক। তাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নীল নদে বাস পড়ে ৩ শিশুসহ ২১ জন নিহত
মিসরে নিয়ন্ত্রণ হারিয়ে নীল নদে বাস পড়ে তিন শিশুসহ ২১ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ডা. শেরিফ মাকিন এ তথ্য নিশ্চিত করেন।
রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার দূরে ডাকাহলিয়া প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটেছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। খবর ইজিপ্ট টিভির।
পুলিশ জানিয়েছে, সম্ভবত স্ট্রিয়ারিং হুইলের ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায় বাসটি। তার পর সোজা গিয়ে পড়ে নীল নদে।
তবে এ এলাকায় দুর্ঘটনার খবর নতুন নয়। গত জুলাইয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে গিয়ে ধাক্কা মারে একটি বাস। তাতে ২৩ জনের মৃত্যু হয়, আহত হন ৩০ জন।
অক্টোবরে মিনিবাসে ধাক্কা মারে একটি ট্রাক। তাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়।