রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় মুনমুন সেনের মেয়ে
অনলাইন ডেস্ক
১৮ নভেম্বর ২০২২, ১২:২৮:০১ | অনলাইন সংস্করণ
ভারতের সর্বপ্রাচীন দল কংগ্রেসের ইমেজ পুনরুত্থানের লক্ষ্যে এবং বিজেপির বিরুদ্ধে জনমত গড়তে রাহুল গান্ধী যে ‘ভারত জোড়ো যাত্রা’ করেছেন, তাতে যোগ দিয়েছেন সুচিত্রা সেনের নাতনি অভিনেত্রী রিয়া সেন।
ইন্দিরা গান্ধীর নাতি রাহুল তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রা করতে নেমেছেন। বৃহস্পতিবার মহারাষ্ট্রে রিয়াকে সেই কর্মসূচিতে হাঁটতে দেখা যায় মুনমুন সেনকে। খবর আনন্দবাজার পত্রিকার।
হালকা বাদামি আর লাল রঙের টপ, জিন্সের ট্রাউজার আর রোদচশমা চোখে রিয়াকে মিছিলে হাঁটতে হাঁটতে রাহুলের সঙ্গে বেশ কয়েকবার কথা বলতেও দেখা গেছে।
সুচিত্রা সেনের মেয়ে অভিনেত্রী মুনমুন সেন ২০১৪ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে লোকসভায় তৃণমূলের এমপি ছিলেন। তবে ২০১৯ সালে মুনমুন আসানসোলে ভোটে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ের কাছে হারেন। পরে বাবুল দলবদলে এখন তৃণমূলের রাজ্যমন্ত্রী।
এর আগে বলিউডের একসময়ের অভিনেত্রী পূজা ভাট যোগ দিয়েছিলেন রাহুলের পদযাত্রায়। এখন রিয়ার যোগ দেওয়ার ছবি ফেসবুকে দিয়ে কংগ্রেসের এক সমর্থক মন্তব্য করেছেন, বলিউডে যে এখনো মেরুদণ্ডধারী ব্যক্তি আছেন, এটি তারই প্রমাণ।
রাহুলের সঙ্গে কথা বলা নিয়ে রিয়া ফেসবুকে লিখেছেন, এই আলোচনা ভারতে পরিপূর্ণ গণতন্ত্রের জন্য। যখন অবাধ, মুক্ত ও স্বচ্ছভাবে আলোচনার পরিবেশ তৈরি করা যাবে, তখনই ভারতের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটবে।
এদিকে রিয়ার এ কর্মসূচিতে যোগদানকে তার কংগ্রেসে যোগ দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকেই। তার সঙ্গে আলোচনায় আসছে রিয়ার মা মুনমুন সেনের তৃণমূল কংগ্রেসের সম্পৃক্ততা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় মুনমুন সেনের মেয়ে
ভারতের সর্বপ্রাচীন দল কংগ্রেসের ইমেজ পুনরুত্থানের লক্ষ্যে এবং বিজেপির বিরুদ্ধে জনমত গড়তে রাহুল গান্ধী যে ‘ভারত জোড়ো যাত্রা’ করেছেন, তাতে যোগ দিয়েছেন সুচিত্রা সেনের নাতনি অভিনেত্রী রিয়া সেন।
ইন্দিরা গান্ধীর নাতি রাহুল তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রা করতে নেমেছেন। বৃহস্পতিবার মহারাষ্ট্রে রিয়াকে সেই কর্মসূচিতে হাঁটতে দেখা যায় মুনমুন সেনকে। খবর আনন্দবাজার পত্রিকার।
হালকা বাদামি আর লাল রঙের টপ, জিন্সের ট্রাউজার আর রোদচশমা চোখে রিয়াকে মিছিলে হাঁটতে হাঁটতে রাহুলের সঙ্গে বেশ কয়েকবার কথা বলতেও দেখা গেছে।
সুচিত্রা সেনের মেয়ে অভিনেত্রী মুনমুন সেন ২০১৪ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে লোকসভায় তৃণমূলের এমপি ছিলেন। তবে ২০১৯ সালে মুনমুন আসানসোলে ভোটে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ের কাছে হারেন। পরে বাবুল দলবদলে এখন তৃণমূলের রাজ্যমন্ত্রী।
এর আগে বলিউডের একসময়ের অভিনেত্রী পূজা ভাট যোগ দিয়েছিলেন রাহুলের পদযাত্রায়। এখন রিয়ার যোগ দেওয়ার ছবি ফেসবুকে দিয়ে কংগ্রেসের এক সমর্থক মন্তব্য করেছেন, বলিউডে যে এখনো মেরুদণ্ডধারী ব্যক্তি আছেন, এটি তারই প্রমাণ।
রাহুলের সঙ্গে কথা বলা নিয়ে রিয়া ফেসবুকে লিখেছেন, এই আলোচনা ভারতে পরিপূর্ণ গণতন্ত্রের জন্য। যখন অবাধ, মুক্ত ও স্বচ্ছভাবে আলোচনার পরিবেশ তৈরি করা যাবে, তখনই ভারতের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটবে।
এদিকে রিয়ার এ কর্মসূচিতে যোগদানকে তার কংগ্রেসে যোগ দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকেই। তার সঙ্গে আলোচনায় আসছে রিয়ার মা মুনমুন সেনের তৃণমূল কংগ্রেসের সম্পৃক্ততা।