আকাশ প্রতিরক্ষা ক্রয়ে ইউক্রেনকে ৬০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাজ্য
রুশ বাহিনীর ব্যবহার করা ইরানের ড্রোন হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করার আকাশ প্রতিরক্ষা ক্রয়ে ইউক্রেনকে ৬০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাজ্য।
ইউক্রেনে শনিবার আকস্মিক সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ঘোষণা দিয়েছেন। খবর আনাদোলুর।
তিনি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া ইউক্রেনকে এক হাজার মিসাইল এবং ১২৫ বিমান-বিধ্বংসী কামান দেওয়ারও ঘোষণা দিয়েছেন ঋষি।
জেলেনস্কি তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিয়েভে সুনাককে রিসিভ করার একটি ভিডিও পোস্ট করেছেন।
জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিন থেকেই ইউক্রেন এবং যুক্তরাজ্য সবচেয়ে শক্তিশালী মিত্র হয়ে কাজ করছে।
শনিবারের বৈঠকে আমরা আমাদের দেশের জন্য এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।
তিনি আরও বলেন, আমি আশা করি আমরা একসঙ্গে শক্তিশালী এবং কাঙ্ক্ষিত ফল অর্জন করব। এক টুইটবার্তায় সুনাক বলেন, আমরা সবসময় ইউক্রেনের সঙ্গে আছি।
আকাশ প্রতিরক্ষা ক্রয়ে ইউক্রেনকে ৬০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাজ্য
অনলাইন ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ১১:০২:৫৫ | অনলাইন সংস্করণ
রুশ বাহিনীর ব্যবহার করা ইরানের ড্রোন হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করার আকাশ প্রতিরক্ষা ক্রয়ে ইউক্রেনকে ৬০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাজ্য।
ইউক্রেনে শনিবার আকস্মিক সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ঘোষণা দিয়েছেন। খবর আনাদোলুর।
তিনি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া ইউক্রেনকে এক হাজার মিসাইল এবং ১২৫ বিমান-বিধ্বংসী কামান দেওয়ারও ঘোষণা দিয়েছেন ঋষি।
জেলেনস্কি তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিয়েভে সুনাককে রিসিভ করার একটি ভিডিও পোস্ট করেছেন।
জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিন থেকেই ইউক্রেন এবং যুক্তরাজ্য সবচেয়ে শক্তিশালী মিত্র হয়ে কাজ করছে।
শনিবারের বৈঠকে আমরা আমাদের দেশের জন্য এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।
তিনি আরও বলেন, আমি আশা করি আমরা একসঙ্গে শক্তিশালী এবং কাঙ্ক্ষিত ফল অর্জন করব। এক টুইটবার্তায় সুনাক বলেন, আমরা সবসময় ইউক্রেনের সঙ্গে আছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023