সলোমন দ্বীপপুঞ্জে ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

 যুগান্তর ডেস্ক 
২২ নভেম্বর ২০২২, ০১:২৪ পিএম  |  অনলাইন সংস্করণ

সলোমন দ্বীপপুঞ্জে মঙ্গলবার প্রচন্ড ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক শূন্য।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তীব্র ভূ-কম্পনের কারণে টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র মাটিতে আছড়ে পড়ে।
এ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

রাজধানীর হেরিটেজ হোটেল থেকে জয় নিশা নামে এক অর্ভ্যত্থনাকারী জানান, এটি বড় ধরনের একটি ভূমিকম্প। হোটেলের কিছু জিনিসপত্র পড়ে গেছে। সবাই ঠিক আছে। তবে আতংকিত।

ভূমিকম্পের মূল কেন্দ্রের ৩শ’ কিলোমিটারের মধ্যে সলোমন উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন