কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

 অনলাইন ডেস্ক 
২২ নভেম্বর ২০২২, ০১:৩৪ পিএম  |  অনলাইন সংস্করণ

কলম্বিয়ার মেডেলিন শহরে সোমবার একটি আবাসিক এলাকায় ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছেন।

মেডেলিন শহরের মেয়র দানিয়েল কিন্তেরো এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্স ও সিবিএস নিউজের।

আট আরোহীর মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু ছিলেন। বিমানটি শহরের বেলেন রোসালিস এলাকায় পড়েছে এবং এতে অন্তত সাতটি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

মেয়র কিন্তেরো টুইটবার্তায় আরও লিখেছেন, সরকার তার সব সক্ষমতা নিয়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

তার টুইটের সঙ্গে দেওয়া ভিডিওতে ঘরবাড়ির ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার একটি কুণ্ডলী উঠতে দেখা গেছে।

দুই ইঞ্জিনের পাইপার বিমানটি মেডেলিন থেকে পার্শ্ববর্তী চোকো বিভাগের পিসারোর উদ্দেশে রওনা হয়েছিল বলে জানিয়েছেন কিন্তেরো।  

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন