কোনো নারীকে ১৪ সেকেন্ডের বেশি দেখলে হতে পারে জেল!
অনলাইন ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ২২:৪২:৫৯ | অনলাইন সংস্করণ
কোনো মেয়ের দিকে একটানা ১৪ সেকেন্ডের বেশি তাকিয়ে থাকলে হতে পারে জেল। ভারতের ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো (এনসিআইবি) এ ধরনের একটি টুইট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে।
২৭ নভেম্বর করা ওই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় সবার নজর কেড়েছে।
এনসিআইবির ওই টুইটে বলা হয়েছে- কোনো পরিচিত বা অপরিচিত নারীর দিকে ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত কিংবা মজার ছলে কেউ যদি ১৪ সেকেন্ডের বেশি তাকিয়ে থাকেন, তবে তা ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং ৫০৯ ধারায় গর্হিত অপরাধ হিসেবে গণ্য হবে। এমনকি নারী নিগ্রহের দায়ে সেই ব্যক্তির জেলও হতে পারে।
आवश्यक जानकारी :~
— NCIB Headquarters (@NCIBHQ) November 27, 2022
————————-
किसी भी युवती/ महिला को 14 सेकेंड से ज्यादा देखने पर हो सकती है जेल। क्योंकि जाने-अंजाने व मजाक मे ही सही किसी परिचित व अपरिचित युवती/ महिला को 14 सेकेंड से ज्यादा घूरना IPC की धारा 294 व 509 के तहत गंभीर अपराध है। ऐसे मामले छेड़छाड़ के अंतर्गत आते है।
এনসিআইবি আরও জানিয়েছে, এক্ষেত্রে কোনো অভিযুক্ত যদি দোষী প্রমাণিত হন, তাহলে তার ৩ মাস থেকে এক বছরের কারাদণ্ড হবে। তাকে জরিমানাও দিতে হতে পারে।
এনসিআইবির এই পোস্ট ঘিরে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। একেকজন একেক ধরনের মন্তব্য করেছেন।
তবে শুধু পুরুষের জন্য কেন, নারীদের জন্য একই রকম নিয়ম রয়েছে কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কোনো নারীকে ১৪ সেকেন্ডের বেশি দেখলে হতে পারে জেল!
কোনো মেয়ের দিকে একটানা ১৪ সেকেন্ডের বেশি তাকিয়ে থাকলে হতে পারে জেল। ভারতের ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো (এনসিআইবি) এ ধরনের একটি টুইট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে।
২৭ নভেম্বর করা ওই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় সবার নজর কেড়েছে।
এনসিআইবির ওই টুইটে বলা হয়েছে- কোনো পরিচিত বা অপরিচিত নারীর দিকে ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত কিংবা মজার ছলে কেউ যদি ১৪ সেকেন্ডের বেশি তাকিয়ে থাকেন, তবে তা ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং ৫০৯ ধারায় গর্হিত অপরাধ হিসেবে গণ্য হবে। এমনকি নারী নিগ্রহের দায়ে সেই ব্যক্তির জেলও হতে পারে।
आवश्यक जानकारी :~
— NCIB Headquarters (@NCIBHQ) November 27, 2022
————————-
किसी भी युवती/ महिला को 14 सेकेंड से ज्यादा देखने पर हो सकती है जेल। क्योंकि जाने-अंजाने व मजाक मे ही सही किसी परिचित व अपरिचित युवती/ महिला को 14 सेकेंड से ज्यादा घूरना IPC की धारा 294 व 509 के तहत गंभीर अपराध है। ऐसे मामले छेड़छाड़ के अंतर्गत आते है।
এনসিআইবি আরও জানিয়েছে, এক্ষেত্রে কোনো অভিযুক্ত যদি দোষী প্রমাণিত হন, তাহলে তার ৩ মাস থেকে এক বছরের কারাদণ্ড হবে। তাকে জরিমানাও দিতে হতে পারে।
এনসিআইবির এই পোস্ট ঘিরে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। একেকজন একেক ধরনের মন্তব্য করেছেন।
তবে শুধু পুরুষের জন্য কেন, নারীদের জন্য একই রকম নিয়ম রয়েছে কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।