বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে ইন্দোনেশিয়ার নতুন আইনে যা রয়েছে
যুগান্তর ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২, ১৯:২৪:৩৮ | অনলাইন সংস্করণ
বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ করতে নতুন একটি আইন পাস করেছে ইন্দোনেশিয়া।
মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এ বিষয়ে আইন পাস হয়। ফলে এখন থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বিয়ে ছাড়া যৌন সম্পর্কের শাস্তি হিসেবে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এএফপি জানিয়েছে, নতুন আইনে বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের জন্য এক বছর পর্যন্ত জেল, কালো জাদু নিষিদ্ধ, বিনা অনুমতিতে বিক্ষোভ, প্রেসিডেন্টকে অপমান ও রাষ্ট্রীয় মতাদর্শের বিপরীত মত প্রকাশের জন্যও শাস্তি প্রণয়ন করা হয়েছে।
ইন্দোনেশিয়ার আইনপ্রণেতা বামবাং উরিয়ান্তো এই আইন পাসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি জানিয়েছেন, আইনটি দেশীয় নাগরিকদের পাশাপাশি বিদেশি নাগরিক যারা ইন্দোনেশিয়ায় এসে বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক করবেন, তাদেরও ক্ষেত্রেও প্রযোজ্য।
অবৈধ সম্পর্ক নিয়ে তৈরি আইনের খসড়া প্রথম উত্থাপন করা হয় ২০১৯ সালে। দেশটির লাখো মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে ইন্দোনেশিয়ার নতুন আইনে যা রয়েছে
বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ করতে নতুন একটি আইন পাস করেছে ইন্দোনেশিয়া।
মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এ বিষয়ে আইন পাস হয়। ফলে এখন থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বিয়ে ছাড়া যৌন সম্পর্কের শাস্তি হিসেবে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এএফপি জানিয়েছে, নতুন আইনে বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের জন্য এক বছর পর্যন্ত জেল, কালো জাদু নিষিদ্ধ, বিনা অনুমতিতে বিক্ষোভ, প্রেসিডেন্টকে অপমান ও রাষ্ট্রীয় মতাদর্শের বিপরীত মত প্রকাশের জন্যও শাস্তি প্রণয়ন করা হয়েছে।
ইন্দোনেশিয়ার আইনপ্রণেতা বামবাং উরিয়ান্তো এই আইন পাসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি জানিয়েছেন, আইনটি দেশীয় নাগরিকদের পাশাপাশি বিদেশি নাগরিক যারা ইন্দোনেশিয়ায় এসে বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক করবেন, তাদেরও ক্ষেত্রেও প্রযোজ্য।
অবৈধ সম্পর্ক নিয়ে তৈরি আইনের খসড়া প্রথম উত্থাপন করা হয় ২০১৯ সালে। দেশটির লাখো মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছিলেন।