বেবি বাম্পের ছবি দিয়ে তোপের মুখে পাকিস্তানি নায়িকা
অনলাইন ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২, ২৩:১৪:১৯ | অনলাইন সংস্করণ
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আরমিনা খান মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা হওয়ার খবর গত মাসেই তিনি জানিয়েছিলেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তার বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। এরপরই নেটিজেনদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী।
আরমিনা খানের মা হওয়ার সংবাদ শুনে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে কমেন্ট বক্সে অধিকাংশ নেটিজেন নেতিবাচক মন্তব্য করতে থাকেন। অনেকে তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একপর্যায়ে মন্তব্যের অপশন বন্ধ করে দিতে বাধ্য হন এই অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি দেওয়ার সমালোচনা করে নেটিজেনদের কেউ কেউ লিখেছেন- ধর্মকে বেচে দিতে পারলে এসব নায়িকারা খুশি হতেন।
একজন লিখেছেন- তোমার জন্য লজ্জা হয়। তুমি একজন মুসলিম। আরেকজন লিখেছেন- এটি পুরোপুরি বিদেশি সংস্কৃতি। আগে মেয়েরা এসব বিষয় লুকিয়ে রাখতেন। তোমার নৈতিকতা নিয়ে কথা বলার ভাষা আমার জানা নেই। দিনে দিনে সমাজ রসাতলে যাচ্ছে।
কানাডায় জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানি এই অভিনেত্রী মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ২০১৩ সালে ‘হাফ! ইটস টু মাচ’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় আরমিনার। এরপর পাকিস্তানি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান। ২০২০ সালে ব্যবসায়ী ফয়সাল খানকে বিয়ে করেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বেবি বাম্পের ছবি দিয়ে তোপের মুখে পাকিস্তানি নায়িকা
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আরমিনা খান মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা হওয়ার খবর গত মাসেই তিনি জানিয়েছিলেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তার বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। এরপরই নেটিজেনদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী।
আরমিনা খানের মা হওয়ার সংবাদ শুনে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে কমেন্ট বক্সে অধিকাংশ নেটিজেন নেতিবাচক মন্তব্য করতে থাকেন। অনেকে তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একপর্যায়ে মন্তব্যের অপশন বন্ধ করে দিতে বাধ্য হন এই অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি দেওয়ার সমালোচনা করে নেটিজেনদের কেউ কেউ লিখেছেন- ধর্মকে বেচে দিতে পারলে এসব নায়িকারা খুশি হতেন।
একজন লিখেছেন- তোমার জন্য লজ্জা হয়। তুমি একজন মুসলিম। আরেকজন লিখেছেন- এটি পুরোপুরি বিদেশি সংস্কৃতি। আগে মেয়েরা এসব বিষয় লুকিয়ে রাখতেন। তোমার নৈতিকতা নিয়ে কথা বলার ভাষা আমার জানা নেই। দিনে দিনে সমাজ রসাতলে যাচ্ছে।
কানাডায় জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানি এই অভিনেত্রী মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ২০১৩ সালে ‘হাফ! ইটস টু মাচ’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় আরমিনার। এরপর পাকিস্তানি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান। ২০২০ সালে ব্যবসায়ী ফয়সাল খানকে বিয়ে করেন তিনি।