দোনেৎস্কে রুশ হামলায় ৭০ ইউক্রেনীয় সেনা নিহত
অনলাইন ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২২, ১৩:৪৬:০৫ | অনলাইন সংস্করণ
দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর ৭০ জনের বেশি সেনা নিহত হয়েছেন। এ সময় ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলাকালীন রাশিয়ান সেনার অভিযানে ৭০টিরও বেশি হিমারস রকেট এবং দুটি লঞ্চ রকেট সিস্টেম ধ্বংস করেছে।
বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর তাসের।
ডিপিআর পিপলস মিলিশিয়ার প্রেস অফিস তার টেলিগ্রাম চ্যানেলে বলেছে, ‘শত্রুর জনশক্তির ক্ষতির পরিমাণ ৭০ জনের বেশি।’
এ ছাড়া ডিপিআর মিলিশিয়া বাহিনী রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে দুটি ইউক্রেনীয় টি-৭২বি ও টি-৬৪বিভি ট্যাংক, পাঁচটি সাঁজোয়াযান এবং মোটরসাইকেল ধ্বংস করেছে, প্রেস অফিস জানিয়েছে।
মুখপাত্র বলেন, ক্র্যাসনি লিমনের দিকে, রাশিয়ান সেনারা তাদের আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। ফলে রুশ বাহিনী আরও শক্ত অবস্থানে আছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দোনেৎস্কে রুশ হামলায় ৭০ ইউক্রেনীয় সেনা নিহত
দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর ৭০ জনের বেশি সেনা নিহত হয়েছেন। এ সময় ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলাকালীন রাশিয়ান সেনার অভিযানে ৭০টিরও বেশি হিমারস রকেট এবং দুটি লঞ্চ রকেট সিস্টেম ধ্বংস করেছে।
বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর তাসের।
ডিপিআর পিপলস মিলিশিয়ার প্রেস অফিস তার টেলিগ্রাম চ্যানেলে বলেছে, ‘শত্রুর জনশক্তির ক্ষতির পরিমাণ ৭০ জনের বেশি।’
এ ছাড়া ডিপিআর মিলিশিয়া বাহিনী রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে দুটি ইউক্রেনীয় টি-৭২বি ও টি-৬৪বিভি ট্যাংক, পাঁচটি সাঁজোয়াযান এবং মোটরসাইকেল ধ্বংস করেছে, প্রেস অফিস জানিয়েছে।
মুখপাত্র বলেন, ক্র্যাসনি লিমনের দিকে, রাশিয়ান সেনারা তাদের আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। ফলে রুশ বাহিনী আরও শক্ত অবস্থানে আছে।