ইউক্রেনকে আরও ২৭ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২২, ১৪:১৩:০৩ | অনলাইন সংস্করণ
রুশ হামলা ঠেকানোর পাশাপাশি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে কিয়েভকে আরও সাড়ে ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্র এ সামরিক সহায়তার কথা ঘোষণা করতে পারে। খবর রয়টার্সের।
এ সামরিক সহায়তার মধ্যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স), গোলাবারুদ, সামরিক যান ও জেনারেটর থাকবে।
তবে প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর হওয়ার আগ পর্যন্ত এ সামরিক সহায়তার সরঞ্জাম এবং আকারে পরিবর্তন আসতে পারে।
এ সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটির (পিডিএ) আওতায় দেওয়া হবে, যাতে দ্রুত তা ইউক্রেন পৌঁছে যায়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা গত মাসে জানান, কিয়েভে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহে বাধা তৈরির পাশাপাশি আকাশসীমায় নিয়ন্ত্রণ রাখতে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে।
এ হামলা ঠেকাতে কয়েক সপ্তাহ আগে ইউক্রেনকে অত্যাধুনিক ‘নাসামস’ প্রতিরক্ষাব্যবস্থা দেয় আমেরিকা।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত কিয়েভকে এক হাজার ৯০১ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
আগামী বছর ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলার সামরিক সহায়তা দিতে বৃহস্পতিবার ভোট দেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইউক্রেনকে আরও ২৭ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
রুশ হামলা ঠেকানোর পাশাপাশি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে কিয়েভকে আরও সাড়ে ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্র এ সামরিক সহায়তার কথা ঘোষণা করতে পারে। খবর রয়টার্সের।
এ সামরিক সহায়তার মধ্যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স), গোলাবারুদ, সামরিক যান ও জেনারেটর থাকবে।
তবে প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর হওয়ার আগ পর্যন্ত এ সামরিক সহায়তার সরঞ্জাম এবং আকারে পরিবর্তন আসতে পারে।
এ সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটির (পিডিএ) আওতায় দেওয়া হবে, যাতে দ্রুত তা ইউক্রেন পৌঁছে যায়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা গত মাসে জানান, কিয়েভে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহে বাধা তৈরির পাশাপাশি আকাশসীমায় নিয়ন্ত্রণ রাখতে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে।
এ হামলা ঠেকাতে কয়েক সপ্তাহ আগে ইউক্রেনকে অত্যাধুনিক ‘নাসামস’ প্রতিরক্ষাব্যবস্থা দেয় আমেরিকা।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত কিয়েভকে এক হাজার ৯০১ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
আগামী বছর ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলার সামরিক সহায়তা দিতে বৃহস্পতিবার ভোট দেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।