‘প্রেমিকাকে খুব ভালোবাসি’, ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা 
jugantor
‘প্রেমিকাকে খুব ভালোবাসি’, ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা 

  অনলাইন ডেস্ক  

২৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৬:৪৪  |  অনলাইন সংস্করণ

প্রতীকী ছবি

মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এলেন ২৭ বছর বয়সি যুবক জয়দীপ। আর লাইভ চলাকালেই আত্মহত্যা করলেন তিনি। আসামের কাসার জেলায় এ ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

একটি মেডিকেল কোম্পানিতে কাজ করতেন জয়দীপ। তার পরিবার জানিয়েছে, লাইভ শুরু করার আগে তিনি পরিবারের সব সদস্যকে ব্লক করে দিয়েছিলেন।

আত্মহত্যা করার আগে তিনি পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি ফেসবুক লাইভে বলেন, মা, কাকা, কাকিমা, বোন, দাদা, ভাইঝি, জামাইবাবু সবাইকে বলছি সরি! আমি সবাইকে ভালোবাসি। কিন্তু আমার প্রেমিকাকে আমি খুব ভালোবাসি। ফেসবুক লাইভে তাকে কাঁদতেও দেখা যায়। এর পরই আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি।

জয়দীপের দাদা জানিয়েছেন, শিলচরে একটা ভাড়া বাড়িতে থাকত ভাই। আত্মহত্যার বিষয়টি জেনেই আমরা বাড়িওয়ালাকে খবর দিই। দ্রুত তারা ঘরে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। তারা দেখেন সিলিংফ্যান থেকে দেহটা ঝুলছে।

ইতোমধ্যে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট হাতে আসার পর একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হবে।

এদিকে প্রেমের এই ভয়াবহ পরিণতিকে ঘিরে নানা চর্চা শুরু হয়েছে এলাকায়। ভেঙে পড়েছে ওই যুবকের পরিবার।

‘প্রেমিকাকে খুব ভালোবাসি’, ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা 

 অনলাইন ডেস্ক 
২৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৬ পিএম  |  অনলাইন সংস্করণ
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এলেন ২৭ বছর বয়সি যুবক জয়দীপ। আর লাইভ চলাকালেই আত্মহত্যা করলেন তিনি। আসামের কাসার জেলায় এ ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 

একটি মেডিকেল কোম্পানিতে কাজ করতেন জয়দীপ। তার পরিবার জানিয়েছে, লাইভ শুরু করার আগে তিনি পরিবারের সব সদস্যকে ব্লক করে দিয়েছিলেন।

আত্মহত্যা করার আগে তিনি পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি ফেসবুক লাইভে বলেন, মা, কাকা, কাকিমা, বোন, দাদা, ভাইঝি, জামাইবাবু সবাইকে বলছি সরি! আমি সবাইকে ভালোবাসি। কিন্তু আমার প্রেমিকাকে আমি খুব ভালোবাসি। ফেসবুক লাইভে তাকে কাঁদতেও দেখা যায়। এর পরই আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি।

জয়দীপের দাদা জানিয়েছেন, শিলচরে একটা ভাড়া বাড়িতে থাকত ভাই। আত্মহত্যার বিষয়টি জেনেই আমরা বাড়িওয়ালাকে খবর দিই। দ্রুত তারা ঘরে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। তারা দেখেন সিলিংফ্যান থেকে দেহটা ঝুলছে। 

ইতোমধ্যে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট হাতে আসার পর একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হবে।

এদিকে প্রেমের এই ভয়াবহ পরিণতিকে ঘিরে নানা চর্চা শুরু হয়েছে এলাকায়। ভেঙে পড়েছে ওই যুবকের পরিবার।  
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন