টুইটারে নতুন যে পরিবর্তন আনছেন ইলন মাস্ক 
jugantor
টুইটারে নতুন যে পরিবর্তন আনছেন ইলন মাস্ক 

  অনলাইন ডেস্ক  

০৯ জানুয়ারি ২০২৩, ১৪:৫৪:৪৬  |  অনলাইন সংস্করণ

ইলন মাস্ক

সামাজিক মাধ্যম টুইটারে বর্তমানে ২৮০ ক্যারেক্টারের চেয়ে বড় টুইট করা যায় না। এবার এই নীতিতেই পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। খবর এনডিটিভির।

ফেব্রুয়ারির গোড়া থেকেই বড়সড় টুইট করা যাবে। শুধু তা-ই নয়, টুইটারের নীতি পরিবর্তন করতে এ ধরনের বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্যও জুড়বেন ইলন মাস্ক। রোববার টুইট করে তা-ই জানিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির এই সিইও।

টুইটারের মালিকানা হাতে পাওয়ার পর গত নভেম্বরে মাস্ক জানিয়েছিলেন, নতুন বছরের গোড়া থেকেই এতে 'নেভিগেশনের' সুবিধা পাওয়া যাবে। যার মাধ্যমে নতুন টুইট, কোন বিষয়টি সেই সময় 'ট্রেন্ডিং, এসব খুঁজে পাওয়া যাবে। এবার টুইটারের বহু প্রতীক্ষিত 'ইউজার ইন্টারফেস' (ইউআই)-এ বদল আনতে চান মাস্ক।

টুইটবার্তায় মাস্ক আরও লিখেছেন, 'এক সপ্তাহ পরে টুইটে বুকমার্ক বাটনও দেখা যাবে।

টুইটারে নতুন যে পরিবর্তন আনছেন ইলন মাস্ক 

 অনলাইন ডেস্ক 
০৯ জানুয়ারি ২০২৩, ০২:৫৪ পিএম  |  অনলাইন সংস্করণ
ইলন মাস্ক
ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যম টুইটারে বর্তমানে ২৮০ ক্যারেক্টারের চেয়ে বড় টুইট করা যায় না। এবার এই নীতিতেই পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। খবর এনডিটিভির। 

ফেব্রুয়ারির গোড়া থেকেই বড়সড় টুইট করা যাবে। শুধু তা-ই নয়, টুইটারের নীতি পরিবর্তন করতে এ ধরনের বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্যও জুড়বেন ইলন মাস্ক। রোববার টুইট করে তা-ই জানিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির এই সিইও। 

টুইটারের মালিকানা হাতে পাওয়ার পর গত নভেম্বরে মাস্ক জানিয়েছিলেন, নতুন বছরের গোড়া থেকেই এতে 'নেভিগেশনের' সুবিধা পাওয়া যাবে। যার মাধ্যমে নতুন টুইট, কোন বিষয়টি সেই সময় 'ট্রেন্ডিং, এসব খুঁজে পাওয়া যাবে। এবার টুইটারের বহু প্রতীক্ষিত 'ইউজার ইন্টারফেস' (ইউআই)-এ বদল আনতে চান মাস্ক। 

টুইটবার্তায় মাস্ক আরও লিখেছেন, 'এক সপ্তাহ পরে টুইটে বুকমার্ক বাটনও দেখা যাবে। 
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন