ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ট্যাংক পাঠানোর ঘোষণা, যা বললেন কিমের বোন
ইউক্রেনকে ট্যাংক সরবরাহের পর প্রথমবারের মতো মুখ খুললেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং। যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছেন তিনি। গতকাল শনিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, ওয়াশিংটন আবার সীমা অতিক্রম করছে। খবর রয়টার্সের।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন।
কেসিএনএকে দেওয়া ওই বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, রাশিয়া যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, উত্তর কোরিয়াও তেমনি রাশিয়ার পক্ষে থাকবে।
বিবৃতিতে কিম ইয়ো জং আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক অস্ত্রসহায়তা দেওয়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। সার্বভৌম রাষ্ট্রের প্রতি অপবাদ দেওয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের নেই, বলেন তিনি।
যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ইউক্রেনে ৩১টি ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে। জার্মানি, কানাডা, যুক্তরাজ্যও ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে।
পরমাণু অস্ত্রের অধিকারী উত্তর কোরিয়া গত বছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএমএস) রয়েছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে উত্তর কোরিয়া প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে পারে।
ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ট্যাংক পাঠানোর ঘোষণা, যা বললেন কিমের বোন
অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৩, ১৫:৩৯:৩৮ | অনলাইন সংস্করণ
ইউক্রেনকে ট্যাংক সরবরাহের পর প্রথমবারের মতো মুখ খুললেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং। যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছেন তিনি। গতকাল শনিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, ওয়াশিংটন আবার সীমা অতিক্রম করছে। খবর রয়টার্সের।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন।
কেসিএনএকে দেওয়া ওই বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, রাশিয়া যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, উত্তর কোরিয়াও তেমনি রাশিয়ার পক্ষে থাকবে।
বিবৃতিতে কিম ইয়ো জং আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক অস্ত্রসহায়তা দেওয়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। সার্বভৌম রাষ্ট্রের প্রতি অপবাদ দেওয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের নেই, বলেন তিনি।
যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ইউক্রেনে ৩১টি ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে। জার্মানি, কানাডা, যুক্তরাজ্যও ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে।
পরমাণু অস্ত্রের অধিকারী উত্তর কোরিয়া গত বছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএমএস) রয়েছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে উত্তর কোরিয়া প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে পারে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023