পাকিস্তানে দুটি দুর্ঘটনায় নিহত অর্ধশতাধিক
রোববার পাকিস্তানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৫০ জনের বেশি মানুষের প্রাণ গেছে। খবর বিবিসির।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঘঞ্চলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে আগুন ধরে যায়, এতে ৪১ জন প্রাণ হারান। আর উত্তর-পশ্চিমাঞ্চলে নৌকা ডুবে ১০ শিশুর প্রাণ গেছে।
বন্দরনগরী করাচি যাওয়ার পথে বেলুচিস্তান প্রদেশে বেলা শহরের কাছে বাসটি এ দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ৪০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে একজন মারা গেছেন। বেঁচে থাকা দুইজনের অবস্থা গুরুতর। বাসটি প্রথমে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে, এরপরই খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়ার কোহাটের কাছে বাঁধে একটি নৌকা ডুবে যায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, সেখানে ১০ শিশু মারা গেছে। ঘটনাস্থল থেকে আরও ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৬ জনের অবস্থা সংকটাপন্ন।
ওই নৌকাটিতে স্থানীয় একটি মাদ্রাসার বেশিরভাগ শিক্ষার্থী ছিল। শিশুগুলোর বয়স ছিল সাত থেকে চৌদ্দ বছর।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাকিস্তানে দুটি দুর্ঘটনায় নিহত অর্ধশতাধিক
রোববার পাকিস্তানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৫০ জনের বেশি মানুষের প্রাণ গেছে। খবর বিবিসির।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঘঞ্চলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে আগুন ধরে যায়, এতে ৪১ জন প্রাণ হারান। আর উত্তর-পশ্চিমাঞ্চলে নৌকা ডুবে ১০ শিশুর প্রাণ গেছে।
বন্দরনগরী করাচি যাওয়ার পথে বেলুচিস্তান প্রদেশে বেলা শহরের কাছে বাসটি এ দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ৪০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে একজন মারা গেছেন। বেঁচে থাকা দুইজনের অবস্থা গুরুতর। বাসটি প্রথমে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে, এরপরই খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়ার কোহাটের কাছে বাঁধে একটি নৌকা ডুবে যায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, সেখানে ১০ শিশু মারা গেছে। ঘটনাস্থল থেকে আরও ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৬ জনের অবস্থা সংকটাপন্ন।
ওই নৌকাটিতে স্থানীয় একটি মাদ্রাসার বেশিরভাগ শিক্ষার্থী ছিল। শিশুগুলোর বয়স ছিল সাত থেকে চৌদ্দ বছর।