চীনের সঙ্গে পাল্লা দিয়ে অস্ত্র আধুনিকায়ন করছে ভারত: রিপোর্ট
অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, ১৮:৫৯:৪৬ | অনলাইন সংস্করণ
প্রতিবেশী চীনের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের অস্ত্রের আধুনিকায়ন ঘটাচ্ছে ভারত। সেই সঙ্গে নতুন নতুন অস্ত্রও মজুদ করছে দেশটি। এমন দাবি যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের ২০২২ সালের এক প্রতিবেদনের। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের ওই প্রতিবেদন বলা হয়েছে- বর্তমানে আটটি পরমাণু বহনকারী অস্ত্র তৈরির কাজ করছে ভারত। এর মধ্যে রয়েছে দুটি যুদ্ধবিমান ও ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শিগগিরই এসব অস্ত্র প্রস্তুত হয়ে যাবে। আরও বলা হয়, বর্তমানে বেইজিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে ভারত।
এ প্রতিবেদনের তথ্য বলছে, রেকর্ড পরিমাণ প্লুটোনিয়াম উৎপাদন করছে ভারত; যা দিয়ে আরও প্রায় ১৩৮-২১২টি পরমাণু অস্ত্র বানানো সম্ভব।
এতে বলা হয়, বর্তমানে ভারতের ১৬০টি পরমাণু অস্ত্র রয়েছে। আর পাকিস্তানের আছে ১৬৫টি। চীনের আছে ৩৫০টি। যুক্তরাষ্ট্রের ৫ হাজার ৪২৮টি আর রাশিয়ার আছে ৫ হাজার ৯৭৭টি।
যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের এ প্রতিবেদনে আরও বলা হয়, চীনের সঙ্গে কৌশলগত অবস্থান সমানে সমান করতে চায় উপমহাদেশের এ দেশটি।
সংস্থাটি জানায়, আগে পাকিস্তানের সঙ্গে কৌশলগত অবস্থান সমান রাখার জন্য প্রতিযোগিতা করত ভারত। আর এখন একধাপ এগিয়ে চীনের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে দেশটি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চীনের সঙ্গে পাল্লা দিয়ে অস্ত্র আধুনিকায়ন করছে ভারত: রিপোর্ট
প্রতিবেশী চীনের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের অস্ত্রের আধুনিকায়ন ঘটাচ্ছে ভারত। সেই সঙ্গে নতুন নতুন অস্ত্রও মজুদ করছে দেশটি। এমন দাবি যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের ২০২২ সালের এক প্রতিবেদনের। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের ওই প্রতিবেদন বলা হয়েছে- বর্তমানে আটটি পরমাণু বহনকারী অস্ত্র তৈরির কাজ করছে ভারত। এর মধ্যে রয়েছে দুটি যুদ্ধবিমান ও ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শিগগিরই এসব অস্ত্র প্রস্তুত হয়ে যাবে। আরও বলা হয়, বর্তমানে বেইজিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে ভারত।
এ প্রতিবেদনের তথ্য বলছে, রেকর্ড পরিমাণ প্লুটোনিয়াম উৎপাদন করছে ভারত; যা দিয়ে আরও প্রায় ১৩৮-২১২টি পরমাণু অস্ত্র বানানো সম্ভব।
এতে বলা হয়, বর্তমানে ভারতের ১৬০টি পরমাণু অস্ত্র রয়েছে। আর পাকিস্তানের আছে ১৬৫টি। চীনের আছে ৩৫০টি। যুক্তরাষ্ট্রের ৫ হাজার ৪২৮টি আর রাশিয়ার আছে ৫ হাজার ৯৭৭টি।
যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের এ প্রতিবেদনে আরও বলা হয়, চীনের সঙ্গে কৌশলগত অবস্থান সমানে সমান করতে চায় উপমহাদেশের এ দেশটি।
সংস্থাটি জানায়, আগে পাকিস্তানের সঙ্গে কৌশলগত অবস্থান সমান রাখার জন্য প্রতিযোগিতা করত ভারত। আর এখন একধাপ এগিয়ে চীনের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে দেশটি।