ট্যাংকের পর এবার জার্মানির কাছ থেকে যুদ্ধজাহাজ চাইল ইউক্রেন
অনলাইন ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩, ১০:৫৪:১১ | অনলাইন সংস্করণ
অত্যাধুনিক লেপার্ড ট্যাংকের পর এবার সমুদ্রপথে সক্ষমতা বাড়াতে জার্মানির কাছ থেকে যুদ্ধজাহাজ চেয়েছে ইউক্রেন।
ইউক্রেনের উপপররাষ্ট্রমস্ত্রী এন্ড্রি মেলনিক জার্মানির কাছে এ দাবি উত্থাপন করেন। খবর ইয়েনি সাফাকের।
তিনি একটি সাবমেরিন এবং জার্মান নৌবাহিনী থেকে অবসরে পাঠানো যুদ্ধজাহাজের জন্য আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অব্যাহত চাপে এ সপ্তাহে ১৪টি ল্যাপার্ড-২ ভারি ট্যাংক দিতে সম্মত হয় জার্মানি।
জার্মানির তৈরি এসব ট্যাংক অন্য কোনো দেশেও যদি ইউক্রেনে পাঠাতে চায়, তাতেও আপত্তি নেই বার্লিনের।
এক মাস আগে জার্মানির নৌবাহিনী থেকে লুবেক ট্রু নামে ৩২ বছর পুরনো যুদ্ধজাহাজ অবসরে পাঠানো হয়।
কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজ ও সাবমেরিনের মোকাবিলায় জার্মানির ওই অবসরে পাঠানো যুদ্ধজাহাজটি ইউক্রেন পেতে যাচ্ছে বলে এক টুইটবার্তায় জানান উপপররাষ্ট্রমস্ত্রী এন্ড্রি মেলনিক।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্যাংকের পর এবার জার্মানির কাছ থেকে যুদ্ধজাহাজ চাইল ইউক্রেন
অত্যাধুনিক লেপার্ড ট্যাংকের পর এবার সমুদ্রপথে সক্ষমতা বাড়াতে জার্মানির কাছ থেকে যুদ্ধজাহাজ চেয়েছে ইউক্রেন।
ইউক্রেনের উপপররাষ্ট্রমস্ত্রী এন্ড্রি মেলনিক জার্মানির কাছে এ দাবি উত্থাপন করেন। খবর ইয়েনি সাফাকের।
তিনি একটি সাবমেরিন এবং জার্মান নৌবাহিনী থেকে অবসরে পাঠানো যুদ্ধজাহাজের জন্য আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অব্যাহত চাপে এ সপ্তাহে ১৪টি ল্যাপার্ড-২ ভারি ট্যাংক দিতে সম্মত হয় জার্মানি।
জার্মানির তৈরি এসব ট্যাংক অন্য কোনো দেশেও যদি ইউক্রেনে পাঠাতে চায়, তাতেও আপত্তি নেই বার্লিনের।
এক মাস আগে জার্মানির নৌবাহিনী থেকে লুবেক ট্রু নামে ৩২ বছর পুরনো যুদ্ধজাহাজ অবসরে পাঠানো হয়।
কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজ ও সাবমেরিনের মোকাবিলায় জার্মানির ওই অবসরে পাঠানো যুদ্ধজাহাজটি ইউক্রেন পেতে যাচ্ছে বলে এক টুইটবার্তায় জানান উপপররাষ্ট্রমস্ত্রী এন্ড্রি মেলনিক।