মন্ত্রীকে জুতা উপহার
হেঁটে হেঁটে মানুষের সমস্যা দেখার জন্য ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওকে (কেসিআরকে) জুতা উপহার দিয়ছেন তেলেঙ্গানা পার্টির প্রধান ওয়াইএস শর্মিলা।
হায়দরাবাদে সাংবাদিকদের কাছে জুতা প্রদর্শন করে শর্মিলা বলেন, আজ কেসিআরকে চ্যালেঞ্জ দিলাম, এই জুতা নিয়ে আমার সঙ্গে পদযাত্রায় হাঁটতে।
এ সময় তিনি মন্ত্রীকে কটাক্ষ করে বলেন, এই জুতা আপনার সাইজ অনুযায়ী। যদি এই জুতা আপনার ফিট না হয় তাহলে পরিবর্তনের একটি সুযোগ রাখা হয়েছে।
শর্মিলা বলেন, জনগণ যে সমস্যায় রয়েছে এ দাবি তিনি যদি ভুল প্রমাণিত করতে পারেন তাহলে আমি সব ধরনের কাজ থেকে অবসর নিয়ে বাড়িতে চলে যাব। আর যদি তিনি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে তাকে পদত্যাগ করে রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর বলেন, বর্তমানে রাজ্যের মানুষ স্বর্ণ যুগ পার করছেন। এখানে কোনো ধরনের সমস্যা নেই। দারিদ্রতা নেই।
তবে মন্ত্রীর এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন শর্মিলা।
তিনি বলেন, মন্ত্রী যে কথা বলছেন তা সঠিক নয়। তিনি মিথ্যা কথা বলছেন। আমি যে দাবি করছি তা তিনি মিথ্যা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে বাড়ি চলে যাব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মন্ত্রীকে জুতা উপহার
হেঁটে হেঁটে মানুষের সমস্যা দেখার জন্য ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওকে (কেসিআরকে) জুতা উপহার দিয়ছেন তেলেঙ্গানা পার্টির প্রধান ওয়াইএস শর্মিলা।
হায়দরাবাদে সাংবাদিকদের কাছে জুতা প্রদর্শন করে শর্মিলা বলেন, আজ কেসিআরকে চ্যালেঞ্জ দিলাম, এই জুতা নিয়ে আমার সঙ্গে পদযাত্রায় হাঁটতে।
এ সময় তিনি মন্ত্রীকে কটাক্ষ করে বলেন, এই জুতা আপনার সাইজ অনুযায়ী। যদি এই জুতা আপনার ফিট না হয় তাহলে পরিবর্তনের একটি সুযোগ রাখা হয়েছে।
শর্মিলা বলেন, জনগণ যে সমস্যায় রয়েছে এ দাবি তিনি যদি ভুল প্রমাণিত করতে পারেন তাহলে আমি সব ধরনের কাজ থেকে অবসর নিয়ে বাড়িতে চলে যাব। আর যদি তিনি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে তাকে পদত্যাগ করে রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর বলেন, বর্তমানে রাজ্যের মানুষ স্বর্ণ যুগ পার করছেন। এখানে কোনো ধরনের সমস্যা নেই। দারিদ্রতা নেই।
তবে মন্ত্রীর এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন শর্মিলা।
তিনি বলেন, মন্ত্রী যে কথা বলছেন তা সঠিক নয়। তিনি মিথ্যা কথা বলছেন। আমি যে দাবি করছি তা তিনি মিথ্যা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে বাড়ি চলে যাব।