ইউক্রেনের কাছে ক্ষমাপ্রার্থী ওয়াগনার কমান্ডার
অনলাইন ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৬:০৯ | অনলাইন সংস্করণ
রাশিয়ার পক্ষে যুদ্ধ করে ইউক্রেনে অমানবিক হামলা চালিয়েছেন ওয়াগনার গ্রুপের সেনারা। নির্যাতন, নিষ্পেষণে জর্জরিত করেছেন ইউক্রেনের অসংখ্য মানুষকে। এবার সেই ভুল বুঝতে পেরেছেন এক ওয়াগনার কমান্ডার। আর তাই ইউক্রেনের কাছে ক্ষমাপ্রার্থী তিনি। খবর রয়টার্সের।
গত ১৩ জানুয়ারি ওয়াগনার বাহিনী থেকে নরওয়ে পালিয়েছেন আন্দ্রেই মেদভেদেভ নামে ওই কমান্ডার।
তিনি বলেন, অনেকে আমাকে অপরাধী এবং হত্যাকারী আখ্যা দেবেন। তবে আমি ক্ষমাপ্রার্থী আমার ভুলের জন্য।
২৬ বছর বয়সি ওই ওয়াগনার সেনা নরওয়ে পুলিশকে এসব কথা বলেন। তার কাছ থেকে আরও অভিজ্ঞতা ও ঘটনা জানতে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে নরওয়ে পুলিশ।
তিনি জানান, ওয়াগনার বাহিনীতে যোগদানের পর লড়াই করতে অনাগ্রহ প্রকাশ করায় দুজন সেনাকে গুলি করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় রয়টার্সকে একটি ইমেইল পাঠিয়েছে ওয়াগনার গ্রুপ। এতে ওই ব্যক্তিকে বিপজ্জনক বলে উল্লেখ করেছে ওয়াগনার গ্রুপ।
তিনি জানিয়েছেন, চার মাসের জন্য ওয়াগনারের হয়ে যুদ্ধ করার কথা ছিল তার। তবে সময় শেষ হয়ে যাওয়ার পরও যুদ্ধ করতে বাধ্য করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইউক্রেনের কাছে ক্ষমাপ্রার্থী ওয়াগনার কমান্ডার
রাশিয়ার পক্ষে যুদ্ধ করে ইউক্রেনে অমানবিক হামলা চালিয়েছেন ওয়াগনার গ্রুপের সেনারা। নির্যাতন, নিষ্পেষণে জর্জরিত করেছেন ইউক্রেনের অসংখ্য মানুষকে। এবার সেই ভুল বুঝতে পেরেছেন এক ওয়াগনার কমান্ডার। আর তাই ইউক্রেনের কাছে ক্ষমাপ্রার্থী তিনি। খবর রয়টার্সের।
গত ১৩ জানুয়ারি ওয়াগনার বাহিনী থেকে নরওয়ে পালিয়েছেন আন্দ্রেই মেদভেদেভ নামে ওই কমান্ডার।
তিনি বলেন, অনেকে আমাকে অপরাধী এবং হত্যাকারী আখ্যা দেবেন। তবে আমি ক্ষমাপ্রার্থী আমার ভুলের জন্য।
২৬ বছর বয়সি ওই ওয়াগনার সেনা নরওয়ে পুলিশকে এসব কথা বলেন। তার কাছ থেকে আরও অভিজ্ঞতা ও ঘটনা জানতে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে নরওয়ে পুলিশ।
তিনি জানান, ওয়াগনার বাহিনীতে যোগদানের পর লড়াই করতে অনাগ্রহ প্রকাশ করায় দুজন সেনাকে গুলি করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় রয়টার্সকে একটি ইমেইল পাঠিয়েছে ওয়াগনার গ্রুপ। এতে ওই ব্যক্তিকে বিপজ্জনক বলে উল্লেখ করেছে ওয়াগনার গ্রুপ।
তিনি জানিয়েছেন, চার মাসের জন্য ওয়াগনারের হয়ে যুদ্ধ করার কথা ছিল তার। তবে সময় শেষ হয়ে যাওয়ার পরও যুদ্ধ করতে বাধ্য করা হয়।