৫০০ ছাত্রীর মধ্যে একজন ছাত্র, অতঃপর...
jugantor
৫০০ ছাত্রীর মধ্যে একজন ছাত্র, অতঃপর...

  অনলাইন ডেস্ক  

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪০:০৮  |  অনলাইন সংস্করণ

পরীক্ষার হলে ৫০০ ছাত্রীর মধ্যে একজনমাত্রছাত্র। আশেপাশে সব ছাত্রী দেখেজ্ঞান হারানওই ছাত্র। বুধবার ভারতের বিহারের আল্লামা ইকবাল কলেজে এ ঘটনা ঘটেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার

প্রতিবেদনে বলা হয়েছে,ওই শিক্ষার্থীর নাম মণিশঙ্কর। তার বয়স ১৭ বছর। পরীক্ষার হলে এসে জানতে পারে ৫০০ ছাত্রীর মাঝে তিনিএকাই ছাত্র। এতে করে একপর্যায়ে পরীক্ষার হলে জ্ঞান হারান তিনি।

তার এক আত্মীয় বলেন, তিনি পরীক্ষার হলে গিয়ে এতমেয়ে দেখেই জ্বর চলে আসে।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসা চলছে।

পরীক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল শশী ভূষণ প্রসাদ বলেন, অভিভাবক বা স্কুল কর্তৃপক্ষের ভুলের কারণে ছেলেটির প্রবেশপত্রে তার জেন্ডারের জায়াগায় নারী উল্লেখ ছিল।

৫০০ ছাত্রীর মধ্যে একজন ছাত্র, অতঃপর...

 অনলাইন ডেস্ক 
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪০ এএম  |  অনলাইন সংস্করণ

পরীক্ষার হলে ৫০০ ছাত্রীর মধ্যে একজন মাত্র ছাত্র। আশেপাশে সব ছাত্রী দেখে জ্ঞান হারান ওই ছাত্র। বুধবার ভারতের বিহারের আল্লামা ইকবাল কলেজে এ ঘটনা ঘটেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার

প্রতিবেদনে বলা হয়েছে, ওই শিক্ষার্থীর নাম মণিশঙ্কর। তার বয়স ১৭ বছর। পরীক্ষার হলে এসে জানতে পারে ৫০০ ছাত্রীর মাঝে তিনি একাই ছাত্র। এতে করে একপর্যায়ে পরীক্ষার হলে জ্ঞান হারান তিনি। 

তার এক আত্মীয় বলেন, তিনি পরীক্ষার হলে গিয়ে এত মেয়ে দেখেই জ্বর চলে আসে।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসা চলছে।

পরীক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল শশী ভূষণ প্রসাদ বলেন, অভিভাবক বা স্কুল কর্তৃপক্ষের ভুলের কারণে ছেলেটির প্রবেশপত্রে তার জেন্ডারের জায়াগায় নারী উল্লেখ ছিল।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন