পাকিস্তানে ব্লক উইকিপিডিয়া
পাকিস্তানি কর্তৃপক্ষ উইকিপিডিয়া ব্লক করে দিয়েছে। আল্টিমেটাম দেওয়া সত্ত্বেও ব্লাসফেমাস কন্টেন্ট (ধর্মের সঙ্গে সাংঘর্ষিক লেখা) না সরানোয় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, এর আগে শনিবার ফ্রি অনলাইন এনসাইক্লোপিডিয়াটিকে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা কন্টেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় সাইটটি পাকিস্তানে ব্লক করে দেওয়া হয়।
পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) বলেছে, তাদের পক্ষ থেকে যে আল্টিমেটাম দেওয়া হয়েছিল, সেটা মানতে ব্যর্থ হয়েছে উইকিপিডিয়া।
উইকিপিডিয়া পরিচালনাকারী উইকিমিডিয়া ফাউন্ডেশন বলেছে, পাকিস্তানি কর্তৃপক্ষের এই পদক্ষেপের অর্থ হলো, দেশটির বৃহৎ জনগণ বিশাল এই জ্ঞান ভান্ডারের সুবিধা থেকে বঞ্চিত হবে।
প্রসঙ্গত, পাকিস্তানে ব্লাসফেমি তথা ধর্ম অবমাননার বিষয়টি খুবই স্পর্শকাতর বিষয়। এ বিষয়ে দেশটিতে কঠোর আইন রয়েছে। মুসলিম প্রধান দেশটিতে একই ইস্যুতে এর আগে টিন্ডার, ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ব্লক করা হয়েছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাকিস্তানে ব্লক উইকিপিডিয়া
পাকিস্তানি কর্তৃপক্ষ উইকিপিডিয়া ব্লক করে দিয়েছে। আল্টিমেটাম দেওয়া সত্ত্বেও ব্লাসফেমাস কন্টেন্ট (ধর্মের সঙ্গে সাংঘর্ষিক লেখা) না সরানোয় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, এর আগে শনিবার ফ্রি অনলাইন এনসাইক্লোপিডিয়াটিকে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা কন্টেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় সাইটটি পাকিস্তানে ব্লক করে দেওয়া হয়।
পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) বলেছে, তাদের পক্ষ থেকে যে আল্টিমেটাম দেওয়া হয়েছিল, সেটা মানতে ব্যর্থ হয়েছে উইকিপিডিয়া।
উইকিপিডিয়া পরিচালনাকারী উইকিমিডিয়া ফাউন্ডেশন বলেছে, পাকিস্তানি কর্তৃপক্ষের এই পদক্ষেপের অর্থ হলো, দেশটির বৃহৎ জনগণ বিশাল এই জ্ঞান ভান্ডারের সুবিধা থেকে বঞ্চিত হবে।
প্রসঙ্গত, পাকিস্তানে ব্লাসফেমি তথা ধর্ম অবমাননার বিষয়টি খুবই স্পর্শকাতর বিষয়। এ বিষয়ে দেশটিতে কঠোর আইন রয়েছে। মুসলিম প্রধান দেশটিতে একই ইস্যুতে এর আগে টিন্ডার, ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ব্লক করা হয়েছিল।