রাশিয়াকে বাদ দিতে এবার অলিম্পিক স্পন্সরদের চিঠি দিল জেলেনস্কি
অনলাইন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৮:২৭ | অনলাইন সংস্করণ
আসন্ন ২০২৪ প্যারিস অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেটরা যেন যোগ দিতে না পারেন, তাই এবার বড় বড় স্পন্সর কোম্পানিগুলোর কাছে বিশেষ চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।
জেলেনস্কি বলেন, অলিম্পিকে রুশ অ্যাথলেটদের অংশগ্রহণ ইউক্রেন রাশিয়ার আগ্রাসনকে বৈধতা দেবে। চিঠিতে রাশিয়ার হামলাকে 'সন্ত্রাস' আখ্যা দেন ইউক্রেনের এই প্রেসিডেন্ট।
গতকাল রাতে এক ভিডিওবার্তায় জেলেনস্কি আরও বলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে যারা সবচেয়ে বেশি সহায়তা করে সে সকল কোম্পানিকে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে একই দাবিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে জেলেনস্কির এ চিঠি আমলে নেননি তারা। প্রতিক্রিয়ায় রাশিয়া জানিয়েছিল, আন্তর্জাতিক খেলার আসর থেকে মস্কোকে সরানোর যে কোনো উদ্যোগও বিফলে যাবে।
এদিকে ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম গুত্তাসেট জানিয়েছিলেন, অলিম্পিকে যদি বেলারুশ ও রাশিয়ার অ্যাথলেটরা অংশ নেন, তা হলে ইউক্রেন অংশ নেবে না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাশিয়াকে বাদ দিতে এবার অলিম্পিক স্পন্সরদের চিঠি দিল জেলেনস্কি
আসন্ন ২০২৪ প্যারিস অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেটরা যেন যোগ দিতে না পারেন, তাই এবার বড় বড় স্পন্সর কোম্পানিগুলোর কাছে বিশেষ চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।
জেলেনস্কি বলেন, অলিম্পিকে রুশ অ্যাথলেটদের অংশগ্রহণ ইউক্রেন রাশিয়ার আগ্রাসনকে বৈধতা দেবে। চিঠিতে রাশিয়ার হামলাকে 'সন্ত্রাস' আখ্যা দেন ইউক্রেনের এই প্রেসিডেন্ট।
গতকাল রাতে এক ভিডিওবার্তায় জেলেনস্কি আরও বলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে যারা সবচেয়ে বেশি সহায়তা করে সে সকল কোম্পানিকে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে একই দাবিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে জেলেনস্কির এ চিঠি আমলে নেননি তারা। প্রতিক্রিয়ায় রাশিয়া জানিয়েছিল, আন্তর্জাতিক খেলার আসর থেকে মস্কোকে সরানোর যে কোনো উদ্যোগও বিফলে যাবে।
এদিকে ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম গুত্তাসেট জানিয়েছিলেন, অলিম্পিকে যদি বেলারুশ ও রাশিয়ার অ্যাথলেটরা অংশ নেন, তা হলে ইউক্রেন অংশ নেবে না।