স্বামীর নোংরা মুজো নিয়ে যে কাণ্ড ঘটালেন নোবেলজয়ী মালালা!
নোংরা মুজো সোফার ওপর রেখে দিয়েছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের স্বামী মালিক আসের। আর সেই মুজো ডাস্টবিনে ফেলে দিয়েছেন মালালা। শুধু তাই নয় এ নিয়ে টুইটও করেছেন মালালা।
টুইটবার্তায় তিনি লিখেছেন, এক জোড়া নোংরা মুজো দেখে আমি তাকে (মালিক আসের) জিজ্ঞেস করলাম এগুলো এখানে কেন? তিনি বললেন, এগুলো নোংরা, সরিয়ে রাখো। এর পর আমি ওগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছি।
মালালার এই সংসারী খুঁনসুটির কাণ্ডে মজা পেয়েছেন তার ভক্তরা। তার ওই টুইটে ৮ হাজারের বেশি লাইক পড়েছে। আর রিটুইট করেছেন প্রায় ২৬১ জন।
এ ঘটনা এখানেই শেষ হয়নি। মালালার এই টুইটকে কেন্দ্র করে তার স্বামী মালিক আসের টুইটারে একটি জরিপ খুলেছেন। ওই জরিপে তিনি লিখেছেন, যদি কেউ বলে সোফার ওপর রাখা মুজোগুলো নোংরা, তবে কী করা উচিত? 'সেগুলো লন্ড্রিতে দেয়া উচিত' নাকি 'ডাস্টবিনে ফেলে দেয়া উচিত?' এই দুটি উত্তর যোগ করেছেন তিনি।
মালালা ও স্বামীর এ কাণ্ডে মানুষ নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক টুইট ব্যবহারকারী লিখেছেন, বিবাহিত জীবনে স্বাগত, এভাবে মুজো নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকবে।
আরেকজন লিখেছেন, মালালা ঠিকই করেছেন। গৃহস্থালিসংক্রান্ত সব দায়িত্ব শুধু মালালার নয়, দুজনেরই।
তথ্যসূত্র: এনডিটিভি।
Found socks on sofa, asked @MalikAsser if they were his, he said the socks were dirty and I can put them away. So I took them and put them in the (rubbish) bin.
— Malala Yousafzai (@Malala) February 4, 2023
স্বামীর নোংরা মুজো নিয়ে যে কাণ্ড ঘটালেন নোবেলজয়ী মালালা!
অনলাইন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪০:৩৪ | অনলাইন সংস্করণ
নোংরা মুজো সোফার ওপর রেখে দিয়েছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের স্বামী মালিক আসের। আর সেই মুজো ডাস্টবিনে ফেলে দিয়েছেন মালালা। শুধু তাই নয় এ নিয়ে টুইটও করেছেন মালালা।
টুইটবার্তায় তিনি লিখেছেন, এক জোড়া নোংরা মুজো দেখে আমি তাকে (মালিক আসের) জিজ্ঞেস করলাম এগুলো এখানে কেন? তিনি বললেন, এগুলো নোংরা, সরিয়ে রাখো। এর পর আমি ওগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছি।
মালালার এই সংসারী খুঁনসুটির কাণ্ডে মজা পেয়েছেন তার ভক্তরা। তার ওই টুইটে ৮ হাজারের বেশি লাইক পড়েছে। আর রিটুইট করেছেন প্রায় ২৬১ জন।
এ ঘটনা এখানেই শেষ হয়নি। মালালার এই টুইটকে কেন্দ্র করে তার স্বামী মালিক আসের টুইটারে একটি জরিপ খুলেছেন। ওই জরিপে তিনি লিখেছেন, যদি কেউ বলে সোফার ওপর রাখা মুজোগুলো নোংরা, তবে কী করা উচিত? 'সেগুলো লন্ড্রিতে দেয়া উচিত' নাকি 'ডাস্টবিনে ফেলে দেয়া উচিত?' এই দুটি উত্তর যোগ করেছেন তিনি।
মালালা ও স্বামীর এ কাণ্ডে মানুষ নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক টুইট ব্যবহারকারী লিখেছেন, বিবাহিত জীবনে স্বাগত, এভাবে মুজো নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকবে।
আরেকজন লিখেছেন, মালালা ঠিকই করেছেন। গৃহস্থালিসংক্রান্ত সব দায়িত্ব শুধু মালালার নয়, দুজনেরই।
তথ্যসূত্র: এনডিটিভি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023