গুপ্তচর বেলুনে চীন-মার্কিন সম্পর্ক কী হবে, জানালেন বাইডেন
অনলাইন ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৩:০৬ | অনলাইন সংস্করণ
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে চীনের একটি বেলুন শনাক্তের পর তা গুলি করে ধ্বংস করেছে মার্কিন সামরিক বাহিনী। এ ঘটনায় আপত্তি জানিয়েছে চীন। ওয়াশিংটন এটিকে গুপ্তচর বেলুন বলে অভিহিত করেছে। তবে বেইজিং বলেছে, বেলুনটি ছাড়া হয়েছে আবহাওয়া সংক্রান্ত গবেষণার লক্ষ্যে।
বেলুন ধ্বংসের পর চীন-মার্কিন সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক দুর্বল হবে না।
রয়টার্স জানিয়েছে, এদিন হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকরা তার কাছে জানতে চান— বেলুনের ঘটনা মার্কিন-চীন সম্পর্ককে দুর্বল করে দিচ্ছে কিনা? এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘না, আমরা চীনকে স্পষ্ট করেছি যে, আমরা কী করতে যাচ্ছি। তারা আমাদের অবস্থান বোঝে। আমরা আমাদের সম্পর্কে পিছিয়ে যাচ্ছি না।’
তিনি বলেন, সর্বদা তার মনে হয়েছে যে, বেলুনটিকে যথাযথভাবে ও যত তাড়াতাড়ি সম্ভব গুলি করে নামানো দরকার।
‘আসলে প্রকৃত বিষয় হলো, আমরা সঠিক কাজটি করেছি। এখানে সম্পর্ক দুর্বল কিংবা শক্তিশালী করার কোনো বিষয় নয়,’ বলেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গুপ্তচর বেলুনে চীন-মার্কিন সম্পর্ক কী হবে, জানালেন বাইডেন
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে চীনের একটি বেলুন শনাক্তের পর তা গুলি করে ধ্বংস করেছে মার্কিন সামরিক বাহিনী। এ ঘটনায় আপত্তি জানিয়েছে চীন। ওয়াশিংটন এটিকে গুপ্তচর বেলুন বলে অভিহিত করেছে। তবে বেইজিং বলেছে, বেলুনটি ছাড়া হয়েছে আবহাওয়া সংক্রান্ত গবেষণার লক্ষ্যে।
বেলুন ধ্বংসের পর চীন-মার্কিন সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক দুর্বল হবে না।
রয়টার্স জানিয়েছে, এদিন হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকরা তার কাছে জানতে চান— বেলুনের ঘটনা মার্কিন-চীন সম্পর্ককে দুর্বল করে দিচ্ছে কিনা? এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘না, আমরা চীনকে স্পষ্ট করেছি যে, আমরা কী করতে যাচ্ছি। তারা আমাদের অবস্থান বোঝে। আমরা আমাদের সম্পর্কে পিছিয়ে যাচ্ছি না।’
তিনি বলেন, সর্বদা তার মনে হয়েছে যে, বেলুনটিকে যথাযথভাবে ও যত তাড়াতাড়ি সম্ভব গুলি করে নামানো দরকার।
‘আসলে প্রকৃত বিষয় হলো, আমরা সঠিক কাজটি করেছি। এখানে সম্পর্ক দুর্বল কিংবা শক্তিশালী করার কোনো বিষয় নয়,’ বলেন মার্কিন প্রেসিডেন্ট।