২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার
jugantor
২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার

  যুগান্তর ডেস্ক  

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৭:১০  |  অনলাইন সংস্করণ

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মাইলের পর মাইল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দুই দেশের বেশ কয়েকটি শহরে ধ্বংসস্তূপের মধ্যে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে।

দুর্ঘটনার পর দুদিন পেরিয়ে গেলেও তুষারপাত ও তীব্র ঠান্ডায় উদ্ধারকাজ মারাত্মক ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। যেখানেই প্রাণের সন্ধান পাচ্ছেন সেখানেই তারা ছুটে যাচ্ছেন। ২২ ঘণ্টা পর তুরস্কে এক নারীকে উদ্ধার করা হয়েছে এবং সিরিয়ায় ধ্বংসস্তুপের মধ্যে এক শিশুর জন্ম হয়েছে।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ঘটনার ২২ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সানলিউরফার একটি ভবনের ধ্বংসস্তুপ থেকে তাকে উদ্ধার করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সি।

বলা হয়েছে, আজ ভোরে এক নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

সোমবার ভোরে সংঘটিত ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবারও তুরস্কে ভূমিকম্প হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আশঙ্কা-দুই দেশে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। হতাহতের ঘটনায় দেশে সাত দিনের শোক এবং তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে তুরস্ক সরকার।

এদিকে এ ভয়াবহ মানবিক বিপর্যস্ত দেশ দুটির পাশে গোটা বিশ্ব দাঁড়িয়েছে। বিশেষজ্ঞ দল ও নানা সরঞ্জাম দিয়ে উদ্ধার প্রচেষ্টায় নানা দেশ সহায়তার চেষ্টা করছে। অনেক দেশ ইতোমধ্যে জরুরি ত্রাণসাগ্রহী পাঠিয়েছে।

২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার

 যুগান্তর ডেস্ক 
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৭ পিএম  |  অনলাইন সংস্করণ

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মাইলের পর মাইল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দুই দেশের বেশ কয়েকটি শহরে ধ্বংসস্তূপের মধ্যে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে। 

দুর্ঘটনার পর দুদিন পেরিয়ে গেলেও তুষারপাত ও তীব্র ঠান্ডায় উদ্ধারকাজ মারাত্মক ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। যেখানেই প্রাণের সন্ধান পাচ্ছেন সেখানেই তারা ছুটে যাচ্ছেন। ২২ ঘণ্টা পর তুরস্কে এক নারীকে উদ্ধার করা হয়েছে এবং সিরিয়ায় ধ্বংসস্তুপের মধ্যে এক শিশুর জন্ম হয়েছে।  

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ঘটনার ২২ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সানলিউরফার একটি ভবনের ধ্বংসস্তুপ থেকে তাকে উদ্ধার করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সি। 

বলা হয়েছে, আজ ভোরে এক নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

সোমবার ভোরে সংঘটিত ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবারও তুরস্কে ভূমিকম্প হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আশঙ্কা-দুই দেশে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। হতাহতের ঘটনায় দেশে সাত দিনের শোক এবং তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে তুরস্ক সরকার। 

এদিকে এ ভয়াবহ মানবিক বিপর্যস্ত দেশ দুটির পাশে গোটা বিশ্ব দাঁড়িয়েছে। বিশেষজ্ঞ দল ও নানা সরঞ্জাম দিয়ে উদ্ধার প্রচেষ্টায় নানা দেশ সহায়তার চেষ্টা করছে। অনেক দেশ ইতোমধ্যে জরুরি ত্রাণসাগ্রহী পাঠিয়েছে। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

২৭ ফেব্রুয়ারি, ২০২৩
২৭ ফেব্রুয়ারি, ২০২৩