ছাদ থেকে ৫০০ ও ১০০ রুপির নোট উড়াচ্ছেন গ্রামপ্রধান!
jugantor
ছাদ থেকে ৫০০ ও ১০০ রুপির নোট উড়াচ্ছেন গ্রামপ্রধান!

  অনলাইন ডেস্ক  

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৭:২৭  |  অনলাইন সংস্করণ

বাড়ির ছাদের উপর থেকে একশ আর পাঁচশ রুপির নোট নিচে ছুড়ে মারছেন সাবেক গ্রামপ্রধান। আর সেই নোট লুফে নিতে জড়ো হয়েছেন কয়েকশ মানুষ।

এমন ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের মেহসানা জেলার এক গ্রামে। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মেহসানা জেলার এক গ্রামপ্রধান করিম যাদব তার ভাইপোর বিয়েতে এমন কাণ্ড ঘটিয়েছেন।

করিম যাদব একা নন, এভাবে টাকা উড়াতে দেখা যায় তার পরিবারের অন্য সদস্যদেরও। আর বাড়ির নিচে টাকা কুড়াতে দেখা যায় অনেক মানুষকে।

ছড়িয়ে পড়া ভিডিওটিতে লাইক, কমেন্টের ঝড় উঠে গেছে। একজন ব্যঙ্গ করে মন্তব্য করেছেন- দ্রুত ইনকাম ট্যাক্সের অফিসার আসবে এই বাড়িতে!

অন্য একজন মন্তব্য করেছেন, গুজরাটে এটা খুবই স্বাভাবিক ঘটনা। বিয়ের পার্টিতে টাকা উড়ানোর ঘটনা নতুন নয়।

এর আগে গত জানুয়ারিতে বেঙ্গালুরুর একটি বিয়ের অনুষ্ঠানেও এমন একটি ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ছাদ থেকে ৫০০ ও ১০০ রুপির নোট উড়াচ্ছেন গ্রামপ্রধান!

 অনলাইন ডেস্ক 
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৭ পিএম  |  অনলাইন সংস্করণ

বাড়ির ছাদের উপর থেকে একশ আর পাঁচশ রুপির নোট নিচে ছুড়ে মারছেন সাবেক গ্রামপ্রধান। আর সেই নোট লুফে নিতে জড়ো হয়েছেন কয়েকশ মানুষ। 

এমন ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের মেহসানা জেলার এক গ্রামে। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মেহসানা জেলার এক গ্রামপ্রধান করিম যাদব তার ভাইপোর বিয়েতে এমন কাণ্ড ঘটিয়েছেন।

করিম যাদব একা নন, এভাবে টাকা উড়াতে দেখা যায় তার পরিবারের অন্য সদস্যদেরও। আর বাড়ির নিচে টাকা কুড়াতে দেখা যায় অনেক মানুষকে। 

ছড়িয়ে পড়া ভিডিওটিতে লাইক, কমেন্টের ঝড় উঠে গেছে। একজন ব্যঙ্গ করে মন্তব্য করেছেন- দ্রুত ইনকাম ট্যাক্সের অফিসার আসবে এই বাড়িতে!

অন্য একজন মন্তব্য করেছেন, গুজরাটে এটা খুবই স্বাভাবিক ঘটনা। বিয়ের পার্টিতে টাকা উড়ানোর ঘটনা নতুন নয়।

এর আগে গত জানুয়ারিতে বেঙ্গালুরুর একটি বিয়ের অনুষ্ঠানেও এমন একটি ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। 
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন