দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৬ শিক্ষার্থীসহ নিহত ১৯
jugantor
দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৬ শিক্ষার্থীসহ নিহত ১৯

  শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে  

০৪ মার্চ ২০২৩, ০৬:১৪:১৫  |  অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকার লিম্পোপু প্রদেশের পৃথক দুইটি দুর্ঘটনায় ছয় শিক্ষার্থীসহ ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার লিম্পোপুর প্রদেশের গ্রবলারসডালের কাছে মোতেতেমায় আর ৫৭৯-এ শিক্ষার্থীদের স্কুলে নিয়ে যাওয়া মিনিবাস ট্যাক্সির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ছয় স্কুল শিক্ষার্থী, দুইজন চালকসহ মোট ১৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া একই প্রদেশে সকালে গা-মাকানয়ের কাছে আর-৭১-এ দ্বিতীয় দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

প্রদেশের পরিবহণ বিভাগের মুখপাত্র তিদিমালো চুয়েনি বলেন, প্রথম দুর্ঘটনাটি প্রায়
সকাল ৭টার দিকে হয়। এ সময় ট্রাক ও মিনিবাস ট্যাক্সির সংঘর্ষে ১৬ জন নিহত হয়। দ্বিতীয় দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৬ শিক্ষার্থীসহ নিহত ১৯

 শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে 
০৪ মার্চ ২০২৩, ০৬:১৪ এএম  |  অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকার লিম্পোপু প্রদেশের পৃথক দুইটি দুর্ঘটনায় ছয় শিক্ষার্থীসহ ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার লিম্পোপুর প্রদেশের গ্রবলারসডালের কাছে মোতেতেমায় আর ৫৭৯-এ শিক্ষার্থীদের স্কুলে নিয়ে যাওয়া মিনিবাস ট্যাক্সির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ছয় স্কুল শিক্ষার্থী, দুইজন চালকসহ মোট ১৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া একই প্রদেশে সকালে গা-মাকানয়ের কাছে আর-৭১-এ দ্বিতীয় দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

প্রদেশের পরিবহণ বিভাগের মুখপাত্র তিদিমালো চুয়েনি বলেন, প্রথম দুর্ঘটনাটি প্রায় 
সকাল ৭টার দিকে হয়। এ সময় ট্রাক ও মিনিবাস ট্যাক্সির সংঘর্ষে ১৬ জন নিহত হয়। দ্বিতীয় দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন