ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে নিহত ৮
ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে চার শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে মা ও মেয়ে রয়েছেন। এ দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও বেশ কয়েকজন।
সোমবার দেশটির মানাউস শহরে এ ভূমিধসের ঘটনা ঘটে। দুর্যোগের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে অ্যামাজনসংলগ্ন অঞ্চলটিতে। খবর রয়টার্সের।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিন টানা বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট।
প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। স্থানীয়রাই বের করেছেন মরদেহগুলো। জীবিত ও নিখোঁজদের সন্ধানে এখনো চলছে অভিযান। শহরের অনেক বাড়িঘর ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বাসিন্দাদের।
সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিল বেশ কয়েকটি মারাত্মক আবহাওয়া বিপর্যয়ের শিকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ বিপর্যয় হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে নিহত ৮
ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে চার শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে মা ও মেয়ে রয়েছেন। এ দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও বেশ কয়েকজন।
সোমবার দেশটির মানাউস শহরে এ ভূমিধসের ঘটনা ঘটে। দুর্যোগের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে অ্যামাজনসংলগ্ন অঞ্চলটিতে। খবর রয়টার্সের।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিন টানা বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট।
প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। স্থানীয়রাই বের করেছেন মরদেহগুলো। জীবিত ও নিখোঁজদের সন্ধানে এখনো চলছে অভিযান। শহরের অনেক বাড়িঘর ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বাসিন্দাদের।
সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিল বেশ কয়েকটি মারাত্মক আবহাওয়া বিপর্যয়ের শিকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ বিপর্যয় হচ্ছে।