আফ্রিকার মোজাম্বিক-মালাবিতে ঘূর্ণিঝড়ে নিহত ৩ শতাধিক
অনলাইন ডেস্ক
১৬ মার্চ ২০২৩, ২২:০৫:৩১ | অনলাইন সংস্করণ
উপকূলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মালাবি এবং মোজাম্বিকে ইতোমধ্যেই মৃত্যু ছাড়িয়েছে তিন শতাধিক। তবে এখনো দেশ দুটি সঠিক ক্ষয়-ক্ষতির হিসাব নির্ণয় করতে পারেনি। খবর আলজাজিরার।
আফ্রিকার দক্ষিণাঞ্চলে চলতি বছরে এটি ছিল ঘূর্ণিঝড়ের দ্বিতীয় আঘাত। এর আগে ফেব্রুয়ারিতে এ অঞ্চলে আরেকবার আঘাত হেনেছিল উপকূলীয় ঘূর্ণিঝড়।
বর্তমান ঘূর্ণিঝড় ফ্রেডিকে সম্প্রতি ঘটে যাওয়া ঝড়গুলোর মধ্যে দীর্ঘ সময় ধরে চলা ঘূর্ণিঝড় বলে মনে করা হচ্ছে। এছাড়া সম্প্রতি এ অঞ্চলে ঘটে যাওয়া ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ভয়াবহতার দিক থেকেও ফ্রেডি প্রথমসারির ঝড় বলে মনে করা হচ্ছে।
মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশে এ পর্যন্ত ৫৩ জনের নিহতের খবর দিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের পূর্বের হিসাবের চেয়ে মৃতের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে বলে জানায় সংবাদ মাধ্যম আলজাজিরা।
অন্যদিকে মালাবিতে এ পর্যন্ত ২২৫ জনের বেশি মানুষ মারা গেছেন বলে প্রতিবেদনে বলা হয়। মোজাম্বিকে আঘাত করার আগে মাদাগাস্কারে ঝড়টির তাণ্ডবে ২৭ জন নিহত হন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আফ্রিকার মোজাম্বিক-মালাবিতে ঘূর্ণিঝড়ে নিহত ৩ শতাধিক
উপকূলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মালাবি এবং মোজাম্বিকে ইতোমধ্যেই মৃত্যু ছাড়িয়েছে তিন শতাধিক। তবে এখনো দেশ দুটি সঠিক ক্ষয়-ক্ষতির হিসাব নির্ণয় করতে পারেনি। খবর আলজাজিরার।
আফ্রিকার দক্ষিণাঞ্চলে চলতি বছরে এটি ছিল ঘূর্ণিঝড়ের দ্বিতীয় আঘাত। এর আগে ফেব্রুয়ারিতে এ অঞ্চলে আরেকবার আঘাত হেনেছিল উপকূলীয় ঘূর্ণিঝড়।
বর্তমান ঘূর্ণিঝড় ফ্রেডিকে সম্প্রতি ঘটে যাওয়া ঝড়গুলোর মধ্যে দীর্ঘ সময় ধরে চলা ঘূর্ণিঝড় বলে মনে করা হচ্ছে। এছাড়া সম্প্রতি এ অঞ্চলে ঘটে যাওয়া ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ভয়াবহতার দিক থেকেও ফ্রেডি প্রথমসারির ঝড় বলে মনে করা হচ্ছে।
মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশে এ পর্যন্ত ৫৩ জনের নিহতের খবর দিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের পূর্বের হিসাবের চেয়ে মৃতের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে বলে জানায় সংবাদ মাধ্যম আলজাজিরা।
অন্যদিকে মালাবিতে এ পর্যন্ত ২২৫ জনের বেশি মানুষ মারা গেছেন বলে প্রতিবেদনে বলা হয়। মোজাম্বিকে আঘাত করার আগে মাদাগাস্কারে ঝড়টির তাণ্ডবে ২৭ জন নিহত হন।