ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ৩ যুবক
রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় তিন যুবকের মৃত্যু হয়েছে ভারতের বিহারের ধানবাদে।
শুক্রবার সন্ধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসু গোমা রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনোজ সাব (১৯), শিবচরণ সাব (২০) ও বাবলু কুমার (২০)।
পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় গোমা রেলস্টেশনের কাছে রেললাইন পার হচ্ছিলেন ওই তিন যুবক। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার পর্যন্ত তিন যুবকের দেহাংশ ছিটকে পড়ে।
রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত ওই তিন ব্যক্তি আসানসোল-গোমো প্যাসেঞ্জার ট্রেন থেকে নামেন। চার নাম্বার প্ল্যাটফর্মে নামার পর ৩ নাম্বার প্ল্যাটফর্মের দিকে যাওয়ার জন্য রেললাইনে নেমে হাঁটছিলেন ওই তিন যুবক। সেই সময়ই এ দুর্ঘটনা ঘটে। শনিবার ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যাওয়া তিন যুবকের লাশ চিহ্নিত করেছে তাদের পরিবার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ৩ যুবক
রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় তিন যুবকের মৃত্যু হয়েছে ভারতের বিহারের ধানবাদে।
শুক্রবার সন্ধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসু গোমা রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনোজ সাব (১৯), শিবচরণ সাব (২০) ও বাবলু কুমার (২০)।
পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় গোমা রেলস্টেশনের কাছে রেললাইন পার হচ্ছিলেন ওই তিন যুবক। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার পর্যন্ত তিন যুবকের দেহাংশ ছিটকে পড়ে।
রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত ওই তিন ব্যক্তি আসানসোল-গোমো প্যাসেঞ্জার ট্রেন থেকে নামেন। চার নাম্বার প্ল্যাটফর্মে নামার পর ৩ নাম্বার প্ল্যাটফর্মের দিকে যাওয়ার জন্য রেললাইনে নেমে হাঁটছিলেন ওই তিন যুবক। সেই সময়ই এ দুর্ঘটনা ঘটে। শনিবার ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যাওয়া তিন যুবকের লাশ চিহ্নিত করেছে তাদের পরিবার।