২৮ কিমি.হেঁটে বিয়ে 
jugantor
২৮ কিমি.হেঁটে বিয়ে 

  যুগান্তর ডেস্ক  

১৮ মার্চ ২০২৩, ২১:৩২:১৭  |  অনলাইন সংস্করণ

অভিনব কাজ করেছেন ভারতীয় এক বর। বিয়ে করার জন্য আত্মীয়-পরিজন নিয়ে পুরো রাত হেঁটে কনের বাড়িতে পৌঁছেছেন তিনি।

২৮ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন বরসহ বরযাত্রীরা। গাড়িচালকদের ধর্মঘটের কারণে তারা এমন সিদ্ধান্ত নেন। ভারতের ওডিশায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ইন্ডিয়া টাইমস।

বরের বাড়ি সেখানকার সুনাখান্ডি পঞ্চায়েতে। কনের দিবালাপুডু গ্রামে। মাঝের দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। শুক্রবার সকালে তাদের বিয়ের লগ্ন নির্ধারিত ছিল।

২৮ কিমি.হেঁটে বিয়ে 

 যুগান্তর ডেস্ক 
১৮ মার্চ ২০২৩, ০৯:৩২ পিএম  |  অনলাইন সংস্করণ

অভিনব কাজ করেছেন ভারতীয় এক বর। বিয়ে করার জন্য আত্মীয়-পরিজন নিয়ে পুরো রাত হেঁটে কনের বাড়িতে পৌঁছেছেন তিনি।

২৮ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন বরসহ বরযাত্রীরা। গাড়িচালকদের ধর্মঘটের কারণে তারা এমন সিদ্ধান্ত নেন। ভারতের ওডিশায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ইন্ডিয়া টাইমস। 

বরের বাড়ি সেখানকার সুনাখান্ডি পঞ্চায়েতে। কনের দিবালাপুডু গ্রামে। মাঝের দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। শুক্রবার সকালে তাদের বিয়ের লগ্ন নির্ধারিত ছিল। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন