ইমরান খান ও সমর্থকদের বিরুদ্ধে নতুন মামলা
jugantor
ইমরান খান ও সমর্থকদের বিরুদ্ধে নতুন মামলা

  যুগান্তর ডেস্ক  

১৯ মার্চ ২০২৩, ২২:০০:০৩  |  অনলাইন সংস্করণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নতুন মামলা দিয়েছে দেশটির পুলিশ। লাহোরে তাকে গ্রেফতার নিয়ে গত কদিন ধরে চলা নাটক শেষ হতে না হতেই নতুন এই মামলা দায়ের করা হলো।

এবার তার বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদবিরোধী’ মামলাসহ অপরাধ আইনের বেশ কয়েকটি ধারায় মামলা দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে পালটা মামলার প্রস্তুতি নিচ্ছে ইমরান কানের দল তেহরিক-ই-ইনসাফও (পিটিআই)।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, ইসলামাবাম পুলিশ রোববার ৭০ বছর বয়স্ক ইমরান খানের বিরুদ্ধে ওই মামলা করে। এতে পিটিআইয়ের দুই হাজার নেতাকর্মীর নামও যুক্ত করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে আছে আদালতে দাঙ্গা, হত্যাচেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টি, ভয় প্রদর্শন, সরকারি কর্মকর্তাদের বাধা প্রদান, জনসাধারণকে হেনস্তা, অগ্নিকাণ্ড ঘটানো এবং সরকারি সম্পত্তি ধ্বংসে বিস্ফোরক ব্যবহার। ইতোমধ্যে ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পিটিআইয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী রোববার বলেছেন, তার দলও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবে। লাহোরের জামান পার্ক এলাকায় ইমরান খানকে গ্রেফতারে অভিযান পরিচালনা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এ মামলা করা হবে।

টুইটার পোস্টে ফাওয়াদ লিখেছেন, দলের আইনি প্রতিনিধিদের সঙ্গে আজ একটি বৈঠক ডাকা হয়েছে। লাহোরের হাইকোর্টের সিদ্ধান্তকে উপেক্ষা করে পুলিশ যে কায়দায় ইমরান খানের বাসভবনে প্রবেশ করেছে, তাতে ঘরের পবিত্রতা বজায় রাখার সব বিধি লঙ্ঘিত হয়েছে। জিনিসপত্র চুরি হয়েছে। তারা জুস বক্সও সরিয়ে নিয়েছে। নির্দোষ মানুষদের ওপর নির্যাতন চালানো হয়েছে।

ইমরান খান ও সমর্থকদের বিরুদ্ধে নতুন মামলা

 যুগান্তর ডেস্ক 
১৯ মার্চ ২০২৩, ১০:০০ পিএম  |  অনলাইন সংস্করণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নতুন মামলা দিয়েছে দেশটির পুলিশ। লাহোরে তাকে গ্রেফতার নিয়ে গত কদিন ধরে চলা নাটক শেষ হতে না হতেই নতুন এই মামলা দায়ের করা হলো। 

এবার তার বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদবিরোধী’ মামলাসহ অপরাধ আইনের বেশ কয়েকটি ধারায় মামলা দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে পালটা মামলার প্রস্তুতি নিচ্ছে ইমরান কানের দল তেহরিক-ই-ইনসাফও (পিটিআই)। 

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, ইসলামাবাম পুলিশ রোববার ৭০ বছর বয়স্ক ইমরান খানের বিরুদ্ধে ওই মামলা করে। এতে  পিটিআইয়ের দুই হাজার নেতাকর্মীর নামও যুক্ত করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে আছে আদালতে দাঙ্গা, হত্যাচেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টি, ভয় প্রদর্শন, সরকারি কর্মকর্তাদের বাধা প্রদান, জনসাধারণকে হেনস্তা, অগ্নিকাণ্ড ঘটানো এবং সরকারি সম্পত্তি ধ্বংসে বিস্ফোরক ব্যবহার। ইতোমধ্যে ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পিটিআইয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী রোববার বলেছেন, তার দলও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবে। লাহোরের জামান পার্ক এলাকায় ইমরান খানকে গ্রেফতারে অভিযান পরিচালনা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এ মামলা করা হবে।

টুইটার পোস্টে ফাওয়াদ লিখেছেন, দলের আইনি প্রতিনিধিদের সঙ্গে আজ একটি বৈঠক ডাকা হয়েছে। লাহোরের হাইকোর্টের সিদ্ধান্তকে উপেক্ষা করে পুলিশ যে কায়দায় ইমরান খানের বাসভবনে প্রবেশ করেছে, তাতে ঘরের পবিত্রতা বজায় রাখার সব বিধি লঙ্ঘিত হয়েছে। জিনিসপত্র চুরি হয়েছে। তারা জুস বক্সও সরিয়ে নিয়েছে। নির্দোষ মানুষদের ওপর নির্যাতন চালানো হয়েছে।  
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন