পার্লামেন্ট ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিলেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। একই সঙ্গে মে মাসে সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি। খবর এএফপি'র।
সোমবার রাজকীয় গ্যাজেটে প্রকাশিত এক ঘোষণায় পার্লামেন্ট বাতিলের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন পরে ভোটের তারিখ ঘোষণা করবে।মে মাসের ৭ বা ১৪ তারিখ ভোট হতে পারে।
২০১৪ সালের অভ্যুত্থানের পর থাইল্যান্ডে এটি দ্বিতীয় নির্বাচন। তবে ২০২০ সালে ব্যাংককে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভের পর এটিই প্রথম নির্বাচন।
ধারণা করা হচ্ছে, সর্বশেষ অভ্যুত্থানের নেতা নিজের সেনাবাহিনী সমর্থিত শাসনের মেয়াদ আরও বাড়াতে চাইছেন। এজন্য তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের পথ ধরেছেন।
ভোটে জনপ্রিয়তা না থাকা সাবেক সেনাপ্রধান প্রায়ুথ ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে উৎখাত করে তিনি ক্ষমতা দখল করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পার্লামেন্ট ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিলেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। একই সঙ্গে মে মাসে সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি। খবর এএফপি'র।
সোমবার রাজকীয় গ্যাজেটে প্রকাশিত এক ঘোষণায় পার্লামেন্ট বাতিলের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন পরে ভোটের তারিখ ঘোষণা করবে। মে মাসের ৭ বা ১৪ তারিখ ভোট হতে পারে।
২০১৪ সালের অভ্যুত্থানের পর থাইল্যান্ডে এটি দ্বিতীয় নির্বাচন। তবে ২০২০ সালে ব্যাংককে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভের পর এটিই প্রথম নির্বাচন।
ধারণা করা হচ্ছে, সর্বশেষ অভ্যুত্থানের নেতা নিজের সেনাবাহিনী সমর্থিত শাসনের মেয়াদ আরও বাড়াতে চাইছেন। এজন্য তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের পথ ধরেছেন।
ভোটে জনপ্রিয়তা না থাকা সাবেক সেনাপ্রধান প্রায়ুথ ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে উৎখাত করে তিনি ক্ষমতা দখল করেন।