ভারত ছেড়ে ইউক্রেনে জাপানের প্রধানমন্ত্রী
jugantor
ভারত ছেড়ে ইউক্রেনে জাপানের প্রধানমন্ত্রী

  যুগান্তর ডেস্ক  

২১ মার্চ ২০২৩, ২২:১২:৫৯  |  অনলাইন সংস্করণ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আগমন নিয়ে সবার দৃষ্টি যখন রাশিয়ার দিকে ঠিক তখনই নতুন আলোচনার জন্ম দিল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

মঙ্গলবার হঠাৎ করেই ভারত ছেড়ে ইউক্রেন সফরে আসেন তিনি। এ সময় তিনি ইউক্রেনের বুচা শহরটি পরিদর্শন করেন।

এর আগে কিশিদা দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারত সফর করেন। দুই দিনের এ সফরে ২০ মার্চ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তিনি। তবে সফর শেষে টোকিও না যেয়ে কিশিদা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ছুটে যান।

যুদ্ধে ইউক্রেনের প্রতি জাপানের সমর্থন ও সংহতি প্রকাশ করতেই কিয়েভ সফরে এসেছেন বলে ধারণা করা যাচ্ছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিশিদা স্বদেশ রক্ষার জন্য দাঁড়িয়ে থাকা ইউক্রেনীয় জনগণের সাহস ও অধ্যবসায়ের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে গেছেন। টোকিও যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রসারিত করার জন্য জি-৭ ভুক্ত অন্যান্য দেশের সঙ্গে যোগ দিয়েছে। কিন্তু কিশিদাই একমাত্র জি-৭ নেতা, যিনি এতদিন ইউক্রেন সফরে যাননি।

ভারত ছেড়ে ইউক্রেনে জাপানের প্রধানমন্ত্রী

 যুগান্তর ডেস্ক 
২১ মার্চ ২০২৩, ১০:১২ পিএম  |  অনলাইন সংস্করণ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আগমন নিয়ে সবার দৃষ্টি যখন রাশিয়ার দিকে ঠিক তখনই নতুন আলোচনার জন্ম দিল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। 

মঙ্গলবার হঠাৎ করেই ভারত ছেড়ে ইউক্রেন সফরে আসেন তিনি। এ সময় তিনি ইউক্রেনের বুচা শহরটি পরিদর্শন করেন।

এর আগে কিশিদা দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারত সফর করেন। দুই দিনের এ সফরে ২০ মার্চ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তিনি। তবে সফর শেষে টোকিও না যেয়ে কিশিদা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ছুটে যান। 

যুদ্ধে ইউক্রেনের প্রতি জাপানের সমর্থন ও সংহতি প্রকাশ করতেই কিয়েভ সফরে এসেছেন বলে ধারণা করা যাচ্ছে। 

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিশিদা স্বদেশ রক্ষার জন্য দাঁড়িয়ে থাকা ইউক্রেনীয় জনগণের সাহস ও অধ্যবসায়ের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে গেছেন। টোকিও যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছে। 

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রসারিত করার জন্য জি-৭ ভুক্ত অন্যান্য দেশের সঙ্গে যোগ দিয়েছে। কিন্তু কিশিদাই একমাত্র জি-৭ নেতা, যিনি এতদিন ইউক্রেন সফরে যাননি।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন