জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর যা বললেন জেলেনস্কি
অনলাইন ডেস্ক
২২ মার্চ ২০২৩, ১২:২৬:০১ | অনলাইন সংস্করণ
ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া সফর করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এরমধ্যেই ইউক্রেন সফরে গেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কিয়েভ সফরকালে তার সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের পর সান্ধ্যকালীন ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ফুমিও কিশিদার সঙ্গে আমাদের আলোচনা বেশ ফলপ্রসূ ছিল।’
জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার আগ্রাসন এবং সন্ত্রাসের বিরুদ্ধে সুরক্ষার জন্য আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় বিশ্বকে আরও সক্রিয়ভাবে সংগঠিত করতে আমাদের সঙ্গে একত্রে কাজ করার জন্য আমি জাপানের অত্যন্ত সুনির্দিষ্ট ইচ্ছার কথাও শুনেছি।’
রাশিয়ার চলমান সামরিক অভিযানে ইউক্রেনের প্রতি সমর্থন ও সংহতি জানাতে মঙ্গলবার রাজধানী কিয়েভে পৌঁছান জাপানি প্রধানমন্ত্রী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর যা বললেন জেলেনস্কি
ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া সফর করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এরমধ্যেই ইউক্রেন সফরে গেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কিয়েভ সফরকালে তার সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের পর সান্ধ্যকালীন ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ফুমিও কিশিদার সঙ্গে আমাদের আলোচনা বেশ ফলপ্রসূ ছিল।’
জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার আগ্রাসন এবং সন্ত্রাসের বিরুদ্ধে সুরক্ষার জন্য আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় বিশ্বকে আরও সক্রিয়ভাবে সংগঠিত করতে আমাদের সঙ্গে একত্রে কাজ করার জন্য আমি জাপানের অত্যন্ত সুনির্দিষ্ট ইচ্ছার কথাও শুনেছি।’
রাশিয়ার চলমান সামরিক অভিযানে ইউক্রেনের প্রতি সমর্থন ও সংহতি জানাতে মঙ্গলবার রাজধানী কিয়েভে পৌঁছান জাপানি প্রধানমন্ত্রী।