রমজানের শুরুতেই ইসরাইলি অভিযানে ফিলিস্তিনি নিহত
যুগান্তর ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ১২:১২:৫৪ | অনলাইন সংস্করণ
পবিত্র রমজান মাসে সহিংসতার রাশ টেনে ধরার চেষ্টা চলার মাঝেই অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার রোজার শুরুর দিনে অভিযান চালানোর সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ইসরাইল সীমান্ত পুলিশ এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার সকালে অভিযানে নিয়োজিত তাদের একটি গোপন ইউনিট কয়েকটি গুলির ঘটনায় সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে গ্রেফতারের চেষ্টা চালায়। ইসরাইলি বাহিনী ওই ফিলিস্তিনির বাড়ি ঘিরে ফেলে এবং সে একটি অস্ত্র তাক করায় তাকে গুলি করা হয়।
ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তুলকারেম নগরীতে ২৫ বছর বয়সী আমির আবু খাদিজেহ এর মাথায় গুলি করা হয়েছে।
রমজানকে সামনে রেখে সহিংসতা পরিহার করে শান্তি বজায় রাখতে ইসরাইল ও ফিলিস্তিনের কর্মকর্তাদের মধ্যে গত ১৯মার্চ বৈঠক আয়োজন করেছিল মিসর।
আগের বছরগুলোতে রমজান মাসে কখনও কখনও ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হত। বিশেষ করে জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে সংঘর্ষ বাধত। এবছর রমজানের সঙ্গে সঙ্গে ইহুদিদের পাসওভার এবং ক্রিশ্চিয়ান ইস্টারও একসঙ্গে পড়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রমজানের শুরুতেই ইসরাইলি অভিযানে ফিলিস্তিনি নিহত
পবিত্র রমজান মাসে সহিংসতার রাশ টেনে ধরার চেষ্টা চলার মাঝেই অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার রোজার শুরুর দিনে অভিযান চালানোর সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ইসরাইল সীমান্ত পুলিশ এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার সকালে অভিযানে নিয়োজিত তাদের একটি গোপন ইউনিট কয়েকটি গুলির ঘটনায় সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে গ্রেফতারের চেষ্টা চালায়। ইসরাইলি বাহিনী ওই ফিলিস্তিনির বাড়ি ঘিরে ফেলে এবং সে একটি অস্ত্র তাক করায় তাকে গুলি করা হয়।
ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তুলকারেম নগরীতে ২৫ বছর বয়সী আমির আবু খাদিজেহ এর মাথায় গুলি করা হয়েছে।
রমজানকে সামনে রেখে সহিংসতা পরিহার করে শান্তি বজায় রাখতে ইসরাইল ও ফিলিস্তিনের কর্মকর্তাদের মধ্যে গত ১৯মার্চ বৈঠক আয়োজন করেছিল মিসর।
আগের বছরগুলোতে রমজান মাসে কখনও কখনও ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হত। বিশেষ করে জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে সংঘর্ষ বাধত। এবছর রমজানের সঙ্গে সঙ্গে ইহুদিদের পাসওভার এবং ক্রিশ্চিয়ান ইস্টারও একসঙ্গে পড়েছে।