ইমরান খানের মুখোশ উন্মোচন করব: মরিয়ম নওয়াজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখোশ উন্মোচন করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।
তিনি বলেছেন, মিথ্যা গল্প প্রচার করে পাকিস্তানে ও বিদেশে সমর্থন পাওয়ার চেষ্টা করছেন ইমরান খান, শিগগিরই তার গোমর ফাঁস হয়ে যাবে। খবর জিও নিউজের।
সোমবার কাসুর শহরে একটি সমাবেশে ভাষণ দিতে যাচ্ছেন পিএমএল-এন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। সেখানেই ইমরান খানের স্থানীয় ও আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের পরিচয় প্রকাশ করবেন তিনি।
গত বছরের এপ্রিলে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের পর ক্ষমতাচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই-ইসলাম (পিটিআই) প্রধান ইমরান খান। এরপর তিনি বেশ কয়েকটি মামলার আসামি হন।
শনিবার রাওয়ালপিন্ডিতে পিএমএল-এন কর্মী সম্মেলনে বক্তৃতাকালে মরিয়ম বলেন, পিটিআইপ্রধানকে বিচার বিভাগ থেকে সমর্থন দেওয়া হচ্ছে। দেশে সৎ বিচারকদের প্রয়োজন। যারা ইমরানের অনুগত নয়, কোনো রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইমরান খানের মুখোশ উন্মোচন করব: মরিয়ম নওয়াজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখোশ উন্মোচন করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।
তিনি বলেছেন, মিথ্যা গল্প প্রচার করে পাকিস্তানে ও বিদেশে সমর্থন পাওয়ার চেষ্টা করছেন ইমরান খান, শিগগিরই তার গোমর ফাঁস হয়ে যাবে। খবর জিও নিউজের।
সোমবার কাসুর শহরে একটি সমাবেশে ভাষণ দিতে যাচ্ছেন পিএমএল-এন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। সেখানেই ইমরান খানের স্থানীয় ও আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের পরিচয় প্রকাশ করবেন তিনি।
গত বছরের এপ্রিলে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের পর ক্ষমতাচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই-ইসলাম (পিটিআই) প্রধান ইমরান খান। এরপর তিনি বেশ কয়েকটি মামলার আসামি হন।
শনিবার রাওয়ালপিন্ডিতে পিএমএল-এন কর্মী সম্মেলনে বক্তৃতাকালে মরিয়ম বলেন, পিটিআইপ্রধানকে বিচার বিভাগ থেকে সমর্থন দেওয়া হচ্ছে। দেশে সৎ বিচারকদের প্রয়োজন। যারা ইমরানের অনুগত নয়, কোনো রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না।