বরখাস্ত হয়েও পদত্যাগ করছেন না ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী 
jugantor
বরখাস্ত হয়েও পদত্যাগ করছেন না ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী 

  অনলাইন ডেস্ক  

২৮ মার্চ ২০২৩, ২২:৩২:৩৮  |  অনলাইন সংস্করণ

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রস্তাবিত বিচারব্যবস্থার সংস্কার কর্মসূচির বিরোধিতা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত। প্রকাশ্যে এই সংস্কার পরিকল্পনার সমালোচনা করে তা স্থগিতের আহ্বান জানিয়েছিলেন তিনি।

এরপরই তড়িঘড়ি করে নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন নেতানিয়াহু।

এ ঘটনার পর তেলআবিবে লাখখানেক মানুষ হাইওয়ে বন্ধ করে প্রতিবাদ দেখাতে থাকেন। জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির সামনে প্রচুর বিক্ষোভকারী জমায়েত হন। তাদের সরাতে চায় পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ শুরু হয়।

নেতানিয়াহুর প্রস্তাবিত সংস্কারে বলা হয়েছে, যে কমিটি বিচারপতিদের নিয়োগ করে, তার উপর সরকারের পুরো নিয়ন্ত্রণ থাকবে। আদালত যাতে চট করে কোনো নেতাকে ক্ষমতাচ্যূত না করতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

টানা ১২ সপ্তাহের বিক্ষোভের পর সোমবার রাতে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা আগামী পার্লামেন্ট অধিবেশন পর্যন্ত পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, রাজনৈতিক বিরোধীদের সঙ্গে সমঝোতার জন্য সময় নিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রীর এক সহকারী বলেছেন, বরখাস্ত হলেও গ্যালান্ত দায়িত্ব পালন করে যাবেন।

যদিও সাধারণভাবে মঙ্গলবার থেকে এই বরখাস্ত কার্যকর হওয়ার কথা। কিন্তু গ্যালান্তের সহকারী বলছেন, আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীকে অবহিত করা হয়নি।

এই বিষয়ে নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টির তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বরখাস্ত হয়েও পদত্যাগ করছেন না ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী 

 অনলাইন ডেস্ক 
২৮ মার্চ ২০২৩, ১০:৩২ পিএম  |  অনলাইন সংস্করণ

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রস্তাবিত বিচারব্যবস্থার সংস্কার কর্মসূচির বিরোধিতা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত। প্রকাশ্যে এই সংস্কার পরিকল্পনার সমালোচনা করে তা স্থগিতের আহ্বান জানিয়েছিলেন তিনি। 

এরপরই তড়িঘড়ি করে নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন নেতানিয়াহু।

এ ঘটনার পর তেলআবিবে লাখখানেক মানুষ হাইওয়ে বন্ধ করে প্রতিবাদ দেখাতে থাকেন। জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির সামনে প্রচুর বিক্ষোভকারী জমায়েত হন। তাদের সরাতে চায় পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ শুরু হয়। 

নেতানিয়াহুর প্রস্তাবিত সংস্কারে বলা হয়েছে, যে কমিটি বিচারপতিদের নিয়োগ করে, তার উপর সরকারের পুরো নিয়ন্ত্রণ থাকবে। আদালত যাতে চট করে কোনো নেতাকে ক্ষমতাচ্যূত না করতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

টানা ১২ সপ্তাহের বিক্ষোভের পর সোমবার রাতে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা আগামী পার্লামেন্ট অধিবেশন পর্যন্ত পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, রাজনৈতিক বিরোধীদের সঙ্গে সমঝোতার জন্য সময় নিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রীর এক সহকারী বলেছেন, বরখাস্ত হলেও গ্যালান্ত দায়িত্ব পালন করে যাবেন।

যদিও সাধারণভাবে মঙ্গলবার থেকে এই বরখাস্ত কার্যকর হওয়ার কথা। কিন্তু গ্যালান্তের সহকারী বলছেন, আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীকে অবহিত করা হয়নি।

এই বিষয়ে নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টির তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন