চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক
৩০ মার্চ ২০২৩, ২১:৩৬:০৬ | অনলাইন সংস্করণ
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বুধবার নিউইয়র্কে পৌঁছেছেন। তাইওয়ানের প্রশাসন জানিয়েছে, নিউইয়র্কে প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের যাত্রাবিরতিকালীন সফর। তিনি মধ্য আমেরিকার দুটি দেশে যাবেন। এর মধ্যে গুয়াতেমালা আছে। গুয়াতেমালা তাইওয়ানকে পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়, আগামী শনিবার পর্যন্ত প্রেসিডেন্ট নিউইয়র্কে থাকবেন। মাঝে তিনি ক্যালিফোর্নিয়া যেতে পারেন। যেতে পারেন লস অ্যাঞ্জেলেসেও।
ক্যালিফোর্নিয়ায় তিনি মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে দেখা করতে পারেন। তাইওয়ানের প্রেসিডেন্টের এ সফরকে ভালো চোখে দেখছে না চীন। প্রেসিডেন্ট ওয়েন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে দেখা করলে পালটা ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত পুরো বিষয়টির দিকে নজর রাখছেন বলে জানানো হয়েছে। মার্কিন হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি বলেছেন যে, তিনি চীনের সতর্কতা সত্ত্বেও প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সাথে দেখা করবেন। প্রেসিডেন্ট সাই ইং ওয়েন তাইওয়ানে ফেরার পথে লস অ্যাঞ্জেলেসে থামবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রেসিডেন্ট
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বুধবার নিউইয়র্কে পৌঁছেছেন। তাইওয়ানের প্রশাসন জানিয়েছে, নিউইয়র্কে প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের যাত্রাবিরতিকালীন সফর। তিনি মধ্য আমেরিকার দুটি দেশে যাবেন। এর মধ্যে গুয়াতেমালা আছে। গুয়াতেমালা তাইওয়ানকে পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়, আগামী শনিবার পর্যন্ত প্রেসিডেন্ট নিউইয়র্কে থাকবেন। মাঝে তিনি ক্যালিফোর্নিয়া যেতে পারেন। যেতে পারেন লস অ্যাঞ্জেলেসেও।
ক্যালিফোর্নিয়ায় তিনি মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে দেখা করতে পারেন। তাইওয়ানের প্রেসিডেন্টের এ সফরকে ভালো চোখে দেখছে না চীন। প্রেসিডেন্ট ওয়েন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে দেখা করলে পালটা ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত পুরো বিষয়টির দিকে নজর রাখছেন বলে জানানো হয়েছে। মার্কিন হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি বলেছেন যে, তিনি চীনের সতর্কতা সত্ত্বেও প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সাথে দেখা করবেন। প্রেসিডেন্ট সাই ইং ওয়েন তাইওয়ানে ফেরার পথে লস অ্যাঞ্জেলেসে থামবেন।