যুদ্ধের ৪০০তম দিনে মিত্রদের যে বার্তা দিলেন জেলেনস্কি
অনলাইন ডেস্ক
৩১ মার্চ ২০২৩, ২০:৫৭:৫১ | অনলাইন সংস্করণ
ইউক্রেন যুদ্ধের ৪০০ দিন পার হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে তাই মিত্রদের কৃতজ্ঞতা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একটি বিবৃতি দিয়ে পশ্চিমা মিত্রদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। খবর দ্য গার্ডিয়ানের।
এ নিয়ে জেলেনস্কি বলেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ৪০০তম দিন পার হলো। এ সময় যারা ইউক্রেনের পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা।
জেলেনস্কি আরও বলেন, স্বাধীনতা আর ন্যায়বিচার পাওয়ার জন্য আমাদের আকুতিতে সাড়া দিয়েছে পশ্চিমারা। ইউক্রেনীয় হিসেবেই আমরা বিশ্ব মানচিত্রে টিকে থাকতে চাই, সেই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়েছে আন্তর্জাতিক মহল।
এদিকে আগামী মাসেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিয়মতান্ত্রিক উপায়ে প্রেসিডেন্ট হতে যাচ্ছে রাশিয়া। সেই সূত্রে এপ্রিলেই তুরস্ক সফরে যাওয়ার কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বিষয়টি ঘিরে চরম উদ্বিগ্ন অন্য সদস্যরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যুদ্ধের ৪০০তম দিনে মিত্রদের যে বার্তা দিলেন জেলেনস্কি
ইউক্রেন যুদ্ধের ৪০০ দিন পার হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে তাই মিত্রদের কৃতজ্ঞতা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একটি বিবৃতি দিয়ে পশ্চিমা মিত্রদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। খবর দ্য গার্ডিয়ানের।
এ নিয়ে জেলেনস্কি বলেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ৪০০তম দিন পার হলো। এ সময় যারা ইউক্রেনের পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা।
জেলেনস্কি আরও বলেন, স্বাধীনতা আর ন্যায়বিচার পাওয়ার জন্য আমাদের আকুতিতে সাড়া দিয়েছে পশ্চিমারা। ইউক্রেনীয় হিসেবেই আমরা বিশ্ব মানচিত্রে টিকে থাকতে চাই, সেই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়েছে আন্তর্জাতিক মহল।
এদিকে আগামী মাসেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিয়মতান্ত্রিক উপায়ে প্রেসিডেন্ট হতে যাচ্ছে রাশিয়া। সেই সূত্রে এপ্রিলেই তুরস্ক সফরে যাওয়ার কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বিষয়টি ঘিরে চরম উদ্বিগ্ন অন্য সদস্যরা।