এবার রাশিয়াকে যে হুশিয়ারি দিলেন জেলেনস্কি

 অনলাইন ডেস্ক 
০১ এপ্রিল ২০২৩, ০২:৫৩ পিএম  |  অনলাইন সংস্করণ
এবার রাশিয়াকে যে হুশিয়ারি দিলেন জেলেনস্কি
ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে জবাদিহিতার মুখোমুখি দাঁড় করানো হবে।

শুক্রবার রাতে বুচা ‘গণহত্যা’র বর্ষপূর্তি উপলক্ষ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। 

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সব হত্যাকারীকে ন্যায়বিচারের মুখোমুখি করা হবে। শতভাগভাবেই করা হবে। আমরা এটির নিশ্চয়তা দিচ্ছি। আমরা এর উপায় খুঁজে বের করব।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি বুচার হত্যাকাণ্ডের বিচার করতে সব কিছু করব। সব রাশিয়ান হত্যাকারী, সন্ত্রাসীদের সব অপরাধের বিচার করতে চাই আমরা।

ইউক্রেনের দাবি, বুচার আশপাশের এলাকায় ১৪ শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করেছেন রুশ সেনারা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : রাশিয়া-ইউক্রেন উত্তেজনা