এবার রাশিয়াকে যে হুশিয়ারি দিলেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে জবাদিহিতার মুখোমুখি দাঁড় করানো হবে।
শুক্রবার রাতে বুচা ‘গণহত্যা’র বর্ষপূর্তি উপলক্ষ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সব হত্যাকারীকে ন্যায়বিচারের মুখোমুখি করা হবে। শতভাগভাবেই করা হবে। আমরা এটির নিশ্চয়তা দিচ্ছি। আমরা এর উপায় খুঁজে বের করব।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি বুচার হত্যাকাণ্ডের বিচার করতে সব কিছু করব। সব রাশিয়ান হত্যাকারী, সন্ত্রাসীদের সব অপরাধের বিচার করতে চাই আমরা।
ইউক্রেনের দাবি, বুচার আশপাশের এলাকায় ১৪ শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করেছেন রুশ সেনারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এবার রাশিয়াকে যে হুশিয়ারি দিলেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে জবাদিহিতার মুখোমুখি দাঁড় করানো হবে।
শুক্রবার রাতে বুচা ‘গণহত্যা’র বর্ষপূর্তি উপলক্ষ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সব হত্যাকারীকে ন্যায়বিচারের মুখোমুখি করা হবে। শতভাগভাবেই করা হবে। আমরা এটির নিশ্চয়তা দিচ্ছি। আমরা এর উপায় খুঁজে বের করব।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি বুচার হত্যাকাণ্ডের বিচার করতে সব কিছু করব। সব রাশিয়ান হত্যাকারী, সন্ত্রাসীদের সব অপরাধের বিচার করতে চাই আমরা।
ইউক্রেনের দাবি, বুচার আশপাশের এলাকায় ১৪ শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করেছেন রুশ সেনারা।