ইউক্রেনে অর্থোডক্স চার্চের শীর্ষ ধর্ম যাজকের কারাদণ্ড
অনলাইন ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ১৪:৪৮:৪৯ | অনলাইন সংস্করণ
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আদালত দেশটির অর্থোডক্স চার্চের ধর্মজযককে কারাদণ্ড দিয়েছেন।
তার বিরুদ্ধে ধর্মীয় বিভেদ তৈরি এবং রাশিয়াকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে। খবর আলজাজিরার।
শনিবার এক বিবৃতিতে এ আদেশের কথা জানায় ইউক্রেনের ওই আদালত। এতে বলা হয়, কিয়েভের ওই অর্থোডক্স চার্চের শীর্ষ ধর্ম যাজককে ৬০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
তবে এ জন্য তাকে কারাগারে নেওয়া হবে না। অর্থোডক্স চার্চের এ শীর্ষ ধর্ম যাজককে গৃহবন্দি করা হবে।
তার এ দণ্ড নিশ্চিত করতে তাকে একটি ইলেক্ট্রনিক ডিভাইসসংবলিত ব্রেসলেট পরে থাকতে হবে। যাতে তার গতিবিধি নিশ্চিত করা যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইউক্রেনে অর্থোডক্স চার্চের শীর্ষ ধর্ম যাজকের কারাদণ্ড
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আদালত দেশটির অর্থোডক্স চার্চের ধর্মজযককে কারাদণ্ড দিয়েছেন।
তার বিরুদ্ধে ধর্মীয় বিভেদ তৈরি এবং রাশিয়াকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে। খবর আলজাজিরার।
শনিবার এক বিবৃতিতে এ আদেশের কথা জানায় ইউক্রেনের ওই আদালত। এতে বলা হয়, কিয়েভের ওই অর্থোডক্স চার্চের শীর্ষ ধর্ম যাজককে ৬০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
তবে এ জন্য তাকে কারাগারে নেওয়া হবে না। অর্থোডক্স চার্চের এ শীর্ষ ধর্ম যাজককে গৃহবন্দি করা হবে।
তার এ দণ্ড নিশ্চিত করতে তাকে একটি ইলেক্ট্রনিক ডিভাইসসংবলিত ব্রেসলেট পরে থাকতে হবে। যাতে তার গতিবিধি নিশ্চিত করা যায়।